পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

New Voter List Published : নতুন ভোটার তালিকায় বাতিল প্রায় সাড়ে পাঁচ লক্ষ নাম

এই বছরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হল ৷ বুধবারই এই তালিকা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন (New Voter List Published by ECI) ৷ নতুন তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে ভোটার সংখ্যা বেড়েছে 16 লক্ষ 13 হাজার 721 জন ৷

ECI publishes new voter list
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

By

Published : Jan 5, 2022, 7:31 PM IST

কলকাতা, 5 জানুয়ারি : প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা । বুধবারই প্রকাশিত হল এই বছরের চূড়ান্ত তালিকা (New Voter List Published by ECI) । ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 কোটি 43 লক্ষ 810 জন । বাড়ল 16 লক্ষ 13 হাজার 721 জন ভোটার । বাদ পড়ল 5 লক্ষ 46 হাজার 178টি নাম ৷

2022 সালের স‌ংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হল 7 কোটি 43 লক্ষ 810 জন । মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 3 কোটি 78 লক্ষ 351 । মহিলা ভোটারের সংখ্যা হল 3 কোটি 64 লক্ষ 98 হাজার 817 । তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1 হাজার 642 জন । খসড়া ভোটার তালিকায় প্রতি হাজার পুরুষ ভোটার পিছু মহিলা ভোটারের সংখ্যা ছিল 962 । প্রকাশিত তালিকায় সেই সংখ্যা বেড়ে হয়েছে হয়েছে 966 ৷

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরবচ্ছিন্নভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে । যদিও জানা গিয়েছে, প্রকাশিত তালিকা থেকে বাদ পড়েছে 5 লক্ষ 46 হাজার 178টি নাম ৷ তাই কমিশন সূত্রে জানানো হয়েছে যে, যাঁদের নাম বাদ পড়েছে তাঁরা কমিশনের টোল ফ্রি নম্বরে ফোন করে তা জানাতে পারবেন । দ্রুত আপডেট করা হবে তাঁর নাম ।

আরও পড়ুন : Municipal Corporation Election : কোভিড হানায় স্থগিত রাখা হোক পৌরভোট, আবেদন হাইকোর্টে

ABOUT THE AUTHOR

...view details