পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

By-Election : ভবানীপুরের ভোট মিটলেই 4 অক্টোবর রাজ্যসভার উপনির্বাচন - Rajyasabha

এদিন নির্বাচন কমিশনের তরফে প্রেস বিবৃতি দিয়ে ছ’টি আসনের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে ৷ এর মধ্যে একটি আসন পশ্চিমবঙ্গের ৷

election commission announced by poll for one rajyasabha seat in west bengal
By-Election : ভবানীপুরের ভোট মিটলেই 4 অক্টোবর আরও একটি উপ-নির্বাচন রাজ্যে

By

Published : Sep 9, 2021, 12:20 PM IST

Updated : Sep 9, 2021, 4:29 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর : ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (Bhabanipur By-Election) ফল প্রকাশের পরদিনই আরও একটা উপনির্বাচন (By-Election) হতে চলেছে পশ্চিমবঙ্গে (West Bengal) ৷ এবার ভোট হবে রাজ্যসভার আসনের ৷ বৃহস্পতিবার এই ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission) ৷

আরও পড়ুন:Bhabanipur by-election : গণেশ চতুর্থীতে মনোনয়ন দাখিল, তৃণমূল কর্মীদের প্রতি দরজায় যাওয়ার নির্দেশ মমতার

এদিন নির্বাচন কমিশনের তরফে প্রেস বিবৃতি দিয়ে রাজ্যসভার সাতটি আসনের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে ৷ এর মধ্যে একটি আসন পশ্চিমবঙ্গের ৷ ওই আসনে সাংসদ ছিলেন মানসরঞ্জন ভুঁইয়া ৷ তিনি সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) টিকিটে সবং থেকে জেতেন এবং মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সরকারের মন্ত্রী হন ৷ তাই তিনি রাজ্যসভা থেকে পদত্যাগ করেন ৷

এছাড়া অসম, মহারাষ্ট্র, পুদুচেরী ও মধ্যপ্রদেশে একটি করে আসন এবং তামিলনাড়ুর দু’টি আসন শূন্য ছিল ৷ সেই আসনগুলিতে একসঙ্গে আগামী 4 অক্টোবর নির্বাচন হবে ৷ আগামী 15 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি হবে ৷ 22 সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে ৷

আরও পড়ুন:Mamata Banerjee : ঠিক ভোটের আগেই অভিষেককে ইডির সমন, সরব মমতা

প্রসঙ্গত, কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভা আসনের ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন ৷ এর মধ্যে মুর্শিদাবাদ ও সামশেরগঞ্জে প্রার্থীদের প্রয়াণে এবার ভোট করা যায়নি ৷ আর ভবানীপুরের জয়ী প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করায় উপনির্বাচন প্রয়োজন ছিল ৷ আগামী 30 সেপ্টেম্বর ওই তিন কেন্দ্রে ভোট ৷ গণনা 3 অক্টোবর ৷ আর তার পরদিনই 4 অক্টোবর রাজ্যসভার নির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন ৷

যদিও ওই রাজ্যসভার আসনে ভোট হওয়ার সম্ভাবনা কম ৷ কারণ, ওই আসন তৃণমূলের ছিল ৷ তা তৃণমূলের দখলেই থাকবে ৷ কিন্তু যদি অন্য কোনও রাজনৈতিক দল প্রার্থী দেয়, তাহলে ভোট হবে, না হলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই তৃণমূল প্রার্থী জিতবেন ৷

আরও পড়ুন:Election : নির্বাচনের জন্য আগামী সপ্তাহে রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় বাহিনী

গতমাসে এমনভাবেই রাজ্যসভার সাংসদ হয়েছেন প্রাক্তন আমলা জহর সরকার ৷ ওই আসনটিতে দীনেশ ত্রিবেদী সাংসদ ছিলেন ৷ তিনি পদত্যাগ করায় ওই আসনে ভোট প্রয়োজন ছিল ৷ কিন্তু তৃণমূল ছাড়া কেউ প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান জহর সরকার ৷ আসনটিতে তৃণমূলের জয় নিশ্চিত ছিল বলেই ওই আসনে অন্য কোনও দল প্রার্থী দেয়নি ৷

আরও পড়ুন:Kunal Ghosh : গ্রেফতারি এড়াতে ঘন ঘন দিল্লি যাত্রা, শুভেন্দুকে আক্রমণ কুণালের

Last Updated : Sep 9, 2021, 4:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details