কলকাতা, 16 জুলাই : বিধানসভা নির্বাচনের আগে রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছিলেন দীনেশ ত্রিবেদী ৷ তার পর থেকে ওই আসনটি ফাঁকা পড়ে রয়েছে ৷ সেই আসনের জন্য ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে আগামী 9 অগস্ট ওই আসনে নির্বাচন হবে ৷
প্রসঙ্গত, কিছুদিন আগে এই নিয়ে নির্বাচন কমিশনের তরফে রাজ্য সরকারের মতামত চাওয়া হয়েছিল ৷ এখন রাজ্যসভার এই উপনির্বাচন করা সম্ভব কি না, তা জানতে চেয়েছিল কমিশন ৷ রাজ্য সরকারের তরফে নির্বাচনের বিষয়ে সম্মতি দেওয়া হয়েছিল ৷ একই সঙ্গে জানানো হয়েছিল যে রাজ্যে বকেয়া সাত বিধানসভা আসনের উপনির্বাচনও করার মতো পরিস্থিতি রয়েছে ৷
আরও পড়ুন :দলের জনপ্রতিনিধিদের দেওয়া চাঁদাতেই নতুন রূপ পাবে তৃণমূল ভবন
তবে ওই উপনির্বাচনের জন্য এখনও কোনও দিন ঘোষণা করেনি নির্বাচন কমিশন ৷ এই নিয়ে অবশ্য রাজনৈতিক চাপানউতোর চলছে ৷ একদিকে করোনা পরিস্থিতিতে উপনির্বাচন না করা নিয়ে পরোক্ষে কমিশনের উপর বিজেপির চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ ৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে উপনির্বাচনের দাবি জানিয়ে এসেছেন ৷
অন্যদিকে দীনেশ ত্রিবেদী 2020 সালের মার্চে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন ৷ রাজ্যসভার সাংসদদের মেয়াদ ছ’বছরের হয় ৷ সেই হিসেবে তাঁর পদের মেয়াদ আগামী 2026 সালের মার্চ পর্যন্ত ছিল ৷ কিন্তু এক বছর সাংসদ থাকার পর ইস্তফা দেন ওই তৃণমূল নেতা ৷ পরে তিনি বিজেপিতে যোগদান করেন ৷ তাই আগামী 9 অগস্ট যিনি উপনির্বাচনের মাধ্যমে যিনি রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হবেন, তাঁর মেয়াদ 2026 সালেই শেষ হয়ে যাবে ৷
আরও পড়ুন :সংসদের বাদল অধিবেশনে এবার "দিদি ও দিদি"-র পাল্টা জবাব দেবে তৃণমূল
ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর এবার জল্পনা শুরু হয়েছে যে ওই আসনে তৃণমূল কাকে প্রার্থী করবে ! কারণ, যশবন্ত সিনহা, আলাপন বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোরের মতো একাধিক নেতার নাম শোনা যাচ্ছে ৷ এঁদের মধ্যে কাকে প্রার্থী করা হবে, তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে ৷