কলকাতা, 15 জানুয়ারি : চার পৌরনিগম নির্বাচনের নতুন নির্ঘণ্ট প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন ৷ 22 জানুয়ারির পরিবর্তে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন (Election Commission announce new date of four municipal corporation election) ৷ শুক্রবারই রাজ্য নির্বাচন কমিশনকে 48 ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ করোনা পরিস্থিতিতে আগামী 22 জানুয়ারি চার পৌরনিগম নির্বাচন 4-6 সপ্তাহ স্থগিত রাখা যায় কি না, সে বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত গ্রহণ করাল নির্দেশ দিয়েছিল বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ (Calcutta High Court ordered SEC to take a decision over postponement of Municipal Election yesterday) ৷
হাইকোর্টের নির্দেশের পরদিনই চার পৌরভোট তিন সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন ৷ রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাইকোর্টের নির্দেশকে সম্মান জানিয়েই নয়া নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে ৷ বিজ্ঞপ্তিতে ভোট গণনার বিষয়টি উল্লেখ না থাকলেও কমিশন জানিয়েছে, আগামী সোমবার তারা গণনার দিনক্ষণ ঘোষণা করবে ৷ শনিবারই রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি লিখে রাজ্য সরকার জানায়, নির্বাচন পিছলে তাদের কোনও আপত্তি নেই ৷