পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bhabanipur By-election : ভবানীপুরে দিলীপ ঘোষকে হেনস্তার মামলায় ধৃত আটজনের জামিন - ভবানীপুর উপ-নির্বাচন

সোমবার ভবানীপুরে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) হেনস্তার ঘটনায় পুলিশ মোট আটজনকে গ্রেফতার করেছিল ৷ এদিন তাঁরা সকলেই জামিন পেলেন ৷

ভবানীপুরে দিলীপ ঘোষকে হেনস্থার মামলায় ধৃত আটজনের জামিন
ভবানীপুরে দিলীপ ঘোষকে হেনস্থার মামলায় ধৃত আটজনের জামিন

By

Published : Sep 28, 2021, 4:42 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : ভবানীপুর কাণ্ডে আটজনকে গ্রেফতার করলেও তাঁরা জামিন পেলেন ৷ রাতভর এলাকায় তল্লাশি চালিয়ে এই আটজনকে গ্রেফতার করা হয়েছিল ৷ ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ৷ সেই মামলাতেই জামিন পেলেন ধৃতরা ৷

গতকালই দিলীপ ঘোষের (Dilip Ghosh) ভবানীপুর কেন্দ্রে প্রচারে যাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পরিস্থিতি ৷ দিলীপ ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা ৷ তাঁদের অভিযোগ, এলাকায় টিকাকরণ কেন্দ্রে দিলীপ ঘোষ ঢুকে মহিলাদের হুমকি দেন । এই ঘটনায় বিজেপি এবং তৃণমূল কারওর তরফ থেকেই কোনও অভিযোগ দায়ের না করলেও কলকাতা পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে । এই ঘটনায় এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে মোট আটজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এবং ভবানীপুর থানার পুলিশ । কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাঘারিয়া জানান, ধৃতদের বিরুদ্ধে যে ধারাগুলি দেওয়া হয়েছে সেগুলি প্রত্যেকটিই জামিনযোগ্য ধারা । ফলে তাঁরা জামিন পেয়েছেন ৷

ভবানীপুর কেন্দ্রে অশান্তি ছড়ানোর অভিযোগে কলকাতা পুলিশের তরফে রুজু হল স্বতঃপ্রণোদিত মামলা । লালবাজার সূত্রে খবর, ভবানীপুর নির্বাচন কেন্দ্রে জোরপূর্বক প্রবেশ, পাশাপাশি করোনা বিধিকে উপেক্ষা করা, জোরপূর্বক বল প্রয়োগ করা, মহিলাদের গায়ে হাত দেওয়া, পাশাপাশি অশ্লীল মন্তব্য-সহ একাধিক অভিযোগে একটি স্বতঃপ্রণোদিত মামলা ইতিমধ্যেই হয়েছে । তদন্তে নেমে ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থল সংলগ্ন রাস্তায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে বাকি অভিযুক্তদেরও শনাক্ত করার চেষ্টা করছে ৷

গতকালই ভবানীপুর নির্বাচন কেন্দ্রে দিলীপ ঘোষ প্রচারে যান । অভিযোগ, দিলীপ ঘোষকে সেখানে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা ৷ এরপরই একসময় দিলীপ ঘোষকে ঘিরে ফেলেন তাঁরা ৷ তাঁদের মধ্যে বন্দুক উঁচিয়ে দিলীপ ঘোষকে বের করে নিয়ে আসেন সিআইএসএফ জওয়ানরা । সেই ঘটনাতেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে কলকাতা পুলিশ । এদিন ভবানীপুর, টালিগঞ্জ, চেতলা, একবালপুর-সহ একাধিক থানার ওসিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র । মূলত এলাকায় আইন-শৃঙ্খলা ঠিকঠাক রাখার জন্যই ওই বৈঠক হয় বলে লালবাজার সূত্রের খবর ।

আরও পড়ুন : Bhabanipur : ভবানীপুরে বিজেপির প্রচারে উত্তেজনা, দিলীপ ঘোষকে হেনস্থার অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details