পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Eid Celebration in Presidency Jail : ঈদে সাজছে প্রেসিডেন্সি সংশোধনাগার, থাকছে এলাহি ভোজ-অনুষ্ঠান - Eid will be Celebrated by Prisoners of Presidency Jail

ঈদের জন্য সাজছে প্রেসিডেন্সি সংশোধনাগার (Eid will be Celebrated by Prisoners of Presidency Jail) ৷ ফুল, মালা দিয়ে সংশোধনাগারকে সাজিয়ে তুলছেন কয়েদিরাই ৷ ওই দিন সংশোধনাগারে থাকছে নানা সুস্বাদু ভোজের ব্যবস্থা ৷ সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে ৷

Eid will Celebrate by Prisoners of Presidency Jail
Eid will Celebrate by Prisoners of Presidency Jail

By

Published : May 2, 2022, 9:38 AM IST

কলকাতা, 2 মে : ঈদ উপলক্ষে সেজে উঠছে প্রেসিডেন্সি সংশোধনাগার ৷ ফুল, মালা, আতর দিয়ে এক মনোরম পরিবেশ তৈরি করা হচ্ছে প্রেসিডেন্সি সংশোধনাগারের অন্দরে (Eid will be Celebrated by Prisoners of Presidency Jail) ৷ যেখানে ঈদ উপলক্ষে বন্দিদের জন্য সকাল থেকে থাকছে বিশেষ জল-খাবারের ব্যবস্থা ৷ পাশাপাশি রাতেও এলাহি বন্দোবস্ত করা হচ্ছে জেল কর্তৃপক্ষের তরফে ৷ সেই সঙ্গে বন্দিদের নিয়েই দিনভর চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ৷

ঈদ উপলক্ষে এই আয়োজন নিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী জানান, সম্প্রীতির বার্তা দিতেই ঈদের দিনটিকে বিশেষ ভাবে পালন করা হচ্ছে ৷ ওই দিন প্রেসিডেন্সি সংশোধনাগারে ঈদের নমাজ পাঠ করা হবে ৷ সকালে সংশোধনাগারে মৌলবি আসবেন বলে জানিয়েছেন তিনি ৷ তবে শুধু ইসলাম ধর্মের নয়, অন্যান্য ধর্মের বন্দিরাও চাইলে নমাজে অংশ নিতে পারবেন বলে জানান সুপার ৷

আরও পড়ুন : Laccha-Semai Business : মূল্যবৃদ্ধির প্রকোপ লাচ্ছা-সিমাইয়ের ব্যবসায়, একলাফে দ্বিগুণ বাড়ল দাম

সংশোধনাগারের রন্ধনশালাতেই সকাল থেকে রাত রকমারি রান্নার আয়োজন থাকছে ঈদের দিন ৷ সকালে বিশেষ জলখাবার, গরমের কারণে দুপুরে হালকা খাবারের ব্যবস্থা থাকছে ৷ আর রাতে বিরিয়ানি এবং মাটন কষা থাকছে বন্দি-সহ সংশোধনাগারের বাকি সকলের জন্য ৷ বন্দিদের মনোরঞ্জনের জন্য দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ তবে, সেখানে বাইরের কেউ থাকবেন না ৷ বন্দিরা নিজেরাই ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন ৷ 2300 বন্দিকে নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও থাকবে প্রেসিডেন্সি সংশোধনাগারে ৷

ABOUT THE AUTHOR

...view details