পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অতিরিক্ত বেতন নিয়ে বেসরকারি স্কুলগুলিকে কড়া হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিলেন, যেসব বেসরকারি স্কুলগুলি অতিরিক্ত বেতন নিচ্ছে, খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । পাশাপাশি, বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলোয় বাংলা ভাষা পড়ানো আবশ্যক হোক বলেও জানালেন শিক্ষামন্ত্রী ।

Partha Chatterjee
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Feb 6, 2020, 12:46 PM IST

Updated : Feb 6, 2020, 11:49 PM IST

কলকাতা,6 ফেব্রুয়ারি : অতিরিক্ত বেতন নিচ্ছে বেসরকারি স্কুলগুলি- অভিযোগ শিক্ষামন্ত্রীর ৷ বেসরকারি স্কুল কর্তৃপক্ষগুলির উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারিও দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তিনি সাফ জানিয়ে দিলেন, যেসব বেসরকারি স্কুলগুলি অতিরিক্ত বেতন নিচ্ছে, খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । পাশাপাশি, বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে বাংলা ভাষা পড়ানো আবশ্যক হোক বলেও জানালেন শিক্ষামন্ত্রী ।

কাল বাঁশদ্রোনীতে রাজ্য সরকার পোষিত একটি ইংরেজি মাধ্যম স্কুলের উদ্বোধন করতে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । ওই স্কুলের উদ্বোধনী মঞ্চ থেকেই বেসরকারি স্কুল কর্তৃপক্ষগুলির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন তিনি । শিক্ষামন্ত্রী বলেন ,‘‘বেসরকারি স্কুলগুলোকে বলছি, টের পাবেন কয়েকদিনের মধ্যে । ১০ হাজার-১৫ হাজার টাকা ফিজ লাগছে! আমি একজনকে ভর্তির ফর্ম আনতে পাঠিয়েছিলাম, ভর্তির ফর্মের জন্যই ১৩০০ টাকা নিচ্ছে । এই জিনিস চলতে দেওয়া যাবে না ৷’’

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য
শিক্ষামন্ত্রী বেসরকারী স্কুলগুলিকে সতর্ক করে বলেন, ‘‘সরকার নির্ধারিত ফিজ স্ট্রাকচারের বাইরে যাবেন না । ধরা পড়লে আপনার স্কুলই বিপদে পড়বে । তখন অভিভাবকেরা বলবেন আমার ছেলেমেয়ে কোথায় যাবে?’’৷ অতিরিক্ত বেতন নিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আপনারা নিজেরাই দোষ করেন এতগুলো টাকা দিয়ে । আপনারাই তো টাকা দিয়ে আসছেন । সরকার তো বেতন ঠিক করে দেয়নি ৷’’

বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে বাংলা পড়ানোর কথাও বলেন শিক্ষামন্ত্রী । এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সমস্ত বেসরকারি স্কুল গুলোতে আমরা খোঁজখবর নিচ্ছি বাংলা পড়ানো হচ্ছে কি না । বাংলা পড়াতেই হবে । চতুর্থ বা পঞ্চম ভাষা হিসেবে হোক ,কিন্তু বাংলা জানতেই হবে । তবে কারও উপর এই সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি না । বাংলা জানাটা জরুরি ৷’’

Last Updated : Feb 6, 2020, 11:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details