কলকাতা, 24 জুলাই : জট কাটার ইঙ্গিত প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে ৷ সূত্রের খবর, প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে এক হাজার টাকা বাড়িয়ে 3500 বা 3600 টাকা করা হবে ৷ আগামীকাল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকের পরই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করতে পারেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ অনশনকারীদের বক্তব্য, শিক্ষামন্ত্রীর ঘোষণার পরই অনশন তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে ৷
বর্তমানে রাজ্যের প্রাথমিক শিক্ষাদের গ্রেড পে 2600 টাকা ৷ তা বাড়িয়ে সর্বভারতীয়ক্রমে বেতন চালু সহ একাধিক দাবিতে উসতি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (UUPTWA) ব্যানারে 13 জুলাই থেকে অনশন করছেন প্রাথমিক শিক্ষকরা ৷ যদিও শিক্ষামন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন, রাজ্য দেনায় ডুবে রয়েছে ৷ ফলে সর্বভারতীয়ক্রমে গ্রেড পে (4200 টাকা) দেওয়া সম্ভব নয় ৷ ইতিমধ্যে শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অনশনকারীরা ৷ কিন্তু, জট কাটার ইঙ্গিত মেলেনি ৷ বিষয়টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেন প্রাথমিক শিক্ষকরা ৷
এই সংক্রান্ত আরও খবর :12 দিন পার, অনশনরত শিক্ষকরা চান মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ