কলকাতা, 8 অগস্ট: নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটাতে সরকারের তরফে আলোচনায় বসার প্রতিশ্রুতি মিলেছিল আগেই ৷ সেই প্রতিশ্রুতি মেনেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোমবার আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রথম বৈঠক করলেন সোমবার (Education minister Bratya Basu meets SSC job aspirants on Monday)। বৈঠক সদর্থক, তবে এখনই প্যানেলভুক্তদের নিয়োগ করার আশ্বাস দেননি শিক্ষামন্ত্রী। তিনি বলেন, "প্যানেলভুক্তদের নিয়োগ করতে হলে অতিরিক্ত পদ সৃষ্টি করতে হবে। এই পদ সৃষ্টি করার বিষয়টি এককভাবে শিক্ষা দফতরের উপরে নির্ভর করে না। অর্থ দফতর, আইন দফতর-সহ আনুষঙ্গিক আরও কয়কটি দফতরের সহযোগিতা প্রয়োজন।"
শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকের পর আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদেরও আশাবাদী-ই শুনিয়েছে ৷ যদিও এখনই তারা আন্দোলন প্রত্যাহার করছেন না ৷ নিয়োগপত্র হাতে পেলে তবেই তারা আন্দোলন থেকে সরবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটাতেই এসএসসির আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ব্রাত্য বসু। বিকাশ ভবনে এদিনের বৈঠকে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের তরফে 8 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন ৷ দুপুর তিনটে থেকে শুরু হওয়া বৈঠক চলে প্রায় ঘণ্টা দেড়েক ৷