পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

6 সপ্তাহ মাঠের বাইরে এডমুনো - Fran Gonzales

চোট পেয়ে মাঠের বাইরে থাকবেন নবাগত এডমুনো লালরিনডিকার । সোমবার চোটের জায়গায় MRI করা হয় । চিকিৎসক MRI রিপোর্ট দেখে এমনই নির্দেশ দিলেন । ফ্রান গঞ্জালেস দুঃখপ্রকাশ করেছেন ।

Edmuno lalrindica Six weeks out of the field
ছ'সপ্তাহ মাঠের বাইরে এডমুনো

By

Published : Jan 20, 2020, 11:39 PM IST

কলকাতা, 20 জানুয়ারি: সময়টা ভালো যাচ্ছে না ইস্টবেঙ্গলের । সমস্যার জালে ক্রমেই জড়িয়ে পড়ছেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । ডার্বি হারের ধাক্কায় সমালোচনার ঝড় অব্যাহত । এর উপর বাড়তি চিন্তা, নবাগত এডমুনো লালরিনডিকার চোট । বেঙ্গলুরু এফসি থেকে লিয়েনে আসা স্ট্রাইকারের পরিবর্তে মাঠে নেমে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি । তারপর থেকেই ব্যবধান কমিয়ে ছিলেন মার্কোস । কিন্তু এডমুনো বেশিক্ষন মাঠে থাকতে পারেননি । মোহনবাগানের স্প্যানিশ মিডিও ফ্রান গঞ্জালেসের কড়া ট্যাকেলে চোট পেয়েছিলেন ।

সোমবার সকালে এডমুনোর চোটের জায়গায় MRI করা হয় । রিপোর্ট দেখে চিকিৎসক ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকার নির্দেশ দিয়েছেন । জানিয়ে দিয়েছেন, দেড়মাস তরুণ স্ট্রাইকারকে না পাওয়ায় তিনি কার্যত এই আই লিগে খেলতে পারবেন না । যদিও তার চোটের জায়গায় মঙ্গলবার আরও একবার পরীক্ষা করা হবে । যাতে চোটের গভীরতা আরও বিশদে বোঝা যায় । এদিকে মোহনবাগানের ফ্রান গঞ্জালেস এই ট্যাকেলের পরে দুঃখ প্রকাশ করেছেন । শুধু তাই নয়, বারবার তিনি চোটের অবস্থা ও তাঁকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা নিয়ে খোঁজ খবর নিচ্ছেন । নিয়মিত চোট, আঘাত যেন চলতি মরসুমে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার পরিকল্পনা রূপায়নে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে । ডার্বি পরবর্তী সাংবাদিক সম্মেলনে পরের ম্যাচ থেকে দল ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন ।

এছাড়া ডার্বির দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স পরবর্তী ম্যাচগুলোতে দেখা যাবে বলে দাবি করেছেন তিনি । চেন্নাই FC-র বিরুদ্ধে খেলতে যাবে ইস্টবেঙ্গল । সোমবার রিকভারি সেশনে ফুটবলারদের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশ্বস্ত করেছেন । লড়াই না ছেড়ে অবস্থা বদলে জোটবদ্ধ লড়াইয়ের কথা বলেছেন । এখন ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে । আলেয়ান্দ্রো বলছেন জিতলেই সে ছবি বদলে যাবে । ম্যাচ ধরে এগোতে হবে । তবে সেই কাজে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে কার্ড সমস্যা । কার্ড সমস্যায় চেন্নাই ম্যাচে নেই মার্তি ক্রেসপি । ফলে আসির আখতার ও মেহতাব সিং জুটিকে আগামী কয়েক দিনে গড়ে তুলতে হবে । এদিকে মার্কোসকে বিদায় দিয়ে নতুন স্ট্রাইকার আনার দাবি জোরালো হচ্ছে । মঙ্গলবার কোয়েস কর্তাদের সঙ্গে দলের ফুটবলার বদল নিয়ে আলোচনায় বসতে চলেছেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা ।

ABOUT THE AUTHOR

...view details