পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ED on Cattle Smuggling Case : গরু পাচার কাণ্ডে বিকাশ মিশ্র-সতীশ কুমারকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা ইডির

গরু পাচারকারের টাকার লেনদেন সম্পর্কে এবার বিকাশ মিশ্র এবং সতীশ কুমারকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা (ED on Cattle Smuggling Case) ৷ ইতিমধ্যেই গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের হেফাজত থেকে সতীশ কুমারকে নিজেদের হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । অতি সম্প্রতি দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করে ইডি ।

ED wants to questioning Bikash Mishra and Satish Kumar in cattle smuggling case
গরু পাচার কাণ্ডে এবার বিকাশ মিত্র ও সতীশ কুমারকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ ইডির

By

Published : Apr 27, 2022, 9:16 PM IST

কলকাতা, 27 এপ্রিল : রাজ্যে গরু পাচারের টাকা কিভাবে লেনদেন হয়েছিল ? কার কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছিল ? কোন, কোন প্রভাবশালী গরু পাচারের টাকা থেকে লাভবান হয়েছেন ? তা জানার জন্য এবার গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র এবং বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমারকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা (ED wants to questioning Bikash Mishra and Satish Kumar in cattle smuggling case) ।

ইতিমধ্যেই গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের হেফাজত থেকে সতীশ কুমারকে নিজেদের হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । অতি সম্প্রতি দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করে ইডি । সূত্রের খবর, বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমারের নামে একাধিক সম্পত্তির খোঁজ পেয়েছে ইডি। তাছাড়াও তাঁর শ্বশুরবাড়িতে প্রচুর নামি-বেনামি সম্পত্তি রয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন । ফলে কাদের থেকে কত টাকা নিতেন সতীশ কুমার এবং সেই বিষয়ে বিকাশ মিশ্রের কতটা অবদান রয়েছে, তা জানার জন্যই এই দু'জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন গোয়েন্দারা ।

মূলত, গরু পাচার কাণ্ডে রাজ্যে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে সিবিআই একাধিক তথ্য পেয়েছে । সেই তথ্যের উপর নির্ভর করে বর্তমানে গরু পাচারের টাকা কোথায় কোথায় ফান্ডিং হয়েছিল ? কোনও প্রভাবশালী সেই টাকা থেকে লাভবান হয়েছিলেন কি না, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে এবার বিকাশ মিশ্র এবং বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমারকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা ।

ইতিমধ্যেই সিবিআই তরফ থেকে একটি রিপোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে পাঠানো হয়েছে । সেখানে উল্লেখ করা হয়েছে, বিকাশ মিশ্র গরু পাচারের টাকা তাঁর দাদা বিনয় মিশ্রর কাছ থেকে নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিত । যেহেতু আর্থিক তছরুপের ঘটনার তদন্তে সিদ্ধহস্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ফলে এবার গোয়ান্দাদের নজরে সতীশ কুমার এবং বিকাশ মিশ্রর টাকার লেনদেনের হিসাব ।

আরও পড়ুন : Cattle Smuggling Case : গরুপাচার কাণ্ডে এবার ইডি’র হেফাজতে বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমার

ABOUT THE AUTHOR

...view details