পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Partha-Arpita Property: তাইল্যান্ডেও থাকতে পারে 'অপা'র সম্পত্তি, দাবি তদন্তকারীদের - ed suspects partah and arpita

অপা ইউটিলিটি সার্ভিসের একাধিক সম্পত্তি তাইল্যান্ডে ও থাকতে পারে। দাবি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের (Partha Arpita Property)।

Partha-Arpita
তাইল্যান্ডেও থাকতে পারে অপার সম্পত্তি

By

Published : Sep 20, 2022, 10:49 PM IST

Updated : Sep 20, 2022, 11:11 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর:পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক সম্পত্তি তাইল্যান্ডেও থাকতে পারে, দাবি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের। অর্পিতার ঘর থেকে উদ্ধার হওয়া একধিক কাগজপত্রের ভিত্তিতে অপা-র তাইল্যান্ড সফরের প্রমাণ মিলেছে (Partha Arpita Property in Thailand) ৷

নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে একাধিক কাগজপত্র উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা । সেখানেই তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার তাইল্যান্ডে গিয়েছিলেন। তাদের তাইল্যান্ড সফরসঙ্গী হিসেবে গিয়েছিলেন স্নেহময় দত্ত নামে এক ব্যক্তি। এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের।

ইতিমধ্যেই সেই ব্যক্তির খোঁজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। তদন্তকারী আধিকারিকদের অনুমান যে অপা ইউটিলিটি সার্ভিস-এর সম্পত্তি তাইল্যান্ডে থাকলেও থাকতে পারে। যদিও এই বিষয়ে সিবিআইকে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, অপা ইউটিলিটি সার্ভিসের কোনও সম্পত্তি তাইল্যান্ডে নেই। তবে একাধিকবার তাইল্যান্ড সফরের কারণ খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা ৷

আরও পড়ুন:অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা, চার্জশিটে দাবি ইডির

ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় কে গ্রেফতার করেছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ৷ বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন সিবিআই হেফাজতে। তাঁকে জেরা করছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এবং তাঁর বয়ান রেকর্ড করছেন তারা। ফলে, অপা ইউটিলিটি সার্ভিস এর বিষয় সম্পত্তি আর কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে তার খোঁজ চালাচ্ছেন সিবিআইয়ের গোয়েন্দারা।

Last Updated : Sep 20, 2022, 11:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details