কলকাতা, 5 ফেব্রুয়ারি:কয়লা পাচারকাণ্ডে রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটককে নোটিশ পাঠাল ইডি (ED Summons Moloy Ghatak)। জানা গিয়েছে, আগামী 8 ফেব্রুয়ারি দিল্লিতে ইডির দফতরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। যদিও, এই বিষয়ে মলয় ঘটকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এর আগেও কয়লা পাচারকাণ্ডে মলয় ঘটককে একাধিকবার নোটিশ পাঠায় ইডি। কিন্তু কখনও নির্বাচনী প্রচার, আবার কখনও করোনা প্রটোকলকে হাতিয়ার করে বারবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন মন্ত্রী।
শনিবার সকালে মলয় ঘটককে নোটিশ পাঠিয়েছে ইডির গোয়েন্দারা। মূলত, কয়লা পাচারকাণ্ডে কারা কারা যুক্ত এবং এই কাণ্ডে একাধিক কয়লা মাফিয়ার সঙ্গে কথা বলে তাদের বক্তব্য রেকর্ড করেছিলেন তদন্তকারী অফিসাররা। এক্ষেত্রে গোয়েন্দাদের বক্তব্য, গোটা ঘটনাটি একবার যাচাই করে নেওয়ার জন্য মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে কথা বলা অত্যন্ত প্রয়োজনীয়। সেই কারণেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে।