কলকাতা, 15 অক্টোবর:সায়গল হোসেনের পর সুকন্যা মণ্ডল (Sukanya Mondal) ৷ গরুপাচার মামলায় দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে সমন পেলেন অনুব্রত মণ্ডলের মেয়ে (ED summons Sukanya Mondal in Cattle Smuggling Case) ৷ আগামী 27 অক্টোবর দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর সদর দফতরে তলক করা হল তাঁকে । অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে পাওয়া বিভিন্ন সূত্র, তাঁর পরিবার-পরিজন বিশেষ করে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গেল হোসেনকে জেরা করে একাধিক তথ্য পেয়েছেন গোয়েন্দারা।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তে জানতে পেরেছে, গরুপাচার মামলার টাকা থেকে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন অনুব্রত (Anubrata Mondal)-কন্যাও। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সুকন্যা মন্ডলের সঙ্গে বোলপুরের বাড়িতে দেখা করতে গেলেও তিনি তদন্তকারী অফিসারদের সহযোগিতা করেননি বলে অভিযোগ ৷ গরুপাচার-কাণ্ডে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের মরিয়া চেষ্টা চালাচ্ছে ইডি। এর মধ্যে আবার সুকন্যাকেও ইডি দিল্লিতে ডেকে পাঠানোয় জোর জল্পনা শুরু হয়েছে।