কলকাতা, 7 সেপ্টেম্বর: কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling case) আগামী 14 সেপ্টেম্বর ফের দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে তলব করা হল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে (Moloy Ghatak)। এর আগে কয়লা পাচার কাণ্ডে আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় মলয় ঘটককে (ED summons Moloy) একাধিকবার দিল্লিতে (Delhi ED office) এবং কলকাতায় তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । কিন্তু নানা আছিলায় তিনি সেই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন ।
বুধবার কলকাতা এবং আসানসোলের মোট আটটি জায়গায় মন্ত্রী মলয় ঘটক এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের বাড়িতে একযোগে তল্লাশি অভিযানে নামে সিবিআই । এ দিন আলিপুরে প্রতীক দেওয়ান নামে মলয় ঘটকের এক ঘনিষ্ঠের বাড়িতে হাজির হয় সিবিআই । পাশাপাশি আসানসোলে মলয় ঘটকের তিনটি বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালিয়ে বেশকিছু নথিপত্র বাজেয়াপ্ত করেন সিবিআই-এর গোয়েন্দারা । এছাড়াও শুধু আসানসোল নয়, কলকাতায় একেবারে রাজভবনের পাশে মন্ত্রীর আবাসনেও তল্লাশি অভিযান চালান সিবিআই-এর আধিকারিকরা ।