পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Primary TET Corruption: প্রাথমিকের নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগামিকাল মানিক ভট্টাচার্যকে তলব ইডি'র - মানিক ভট্টাচার্য

বুধবার বেলা 12টার মধ্যে মানিক ভট্টাচার্যকে সিজিও কমপ্লেক্সে তলব করল ইডি (ED Summons Manik Bhattacharya to CGO Complex in Primary TET Corruption Case) ৷ প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷

ed-summons-manik-bhattacharya-to-cgo-complex-in-primary-tet-corruption-case
ed-summons-manik-bhattacharya-to-cgo-complex-in-primary-tet-corruption-case

By

Published : Jul 26, 2022, 5:17 PM IST

Updated : Jul 26, 2022, 5:25 PM IST

কলকাতা, 26 জুলাই: প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এ বার ইডি-র নজরে প্রাথমিক স্কুল শিক্ষা পর্ষদের বহিষ্কৃত সভাপতি মানিক ভট্টাচার্য ৷ তাঁকে আগামিকাল বেলা 12টার মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Summons Manik Bhattacharya to CGO Complex in Primary TET Corruption Case) ৷ আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে প্রাক্তন পর্ষদ সভাপতিকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর ৷

মানিক ভট্টাচার্যের বাড়িতে এর আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তল্লাশি চালিয়েছিল ৷ সেই তল্লাশি অভিযানে একাধিক নথিপত্র সহ বেশকিছু সিডি উদ্ধার হয়েছিল ৷ সেই নথিগুলি থেকেই ইডি আধিকারিকরা জানার চেষ্টা করছেন যে, প্রাথমিক শিক্ষা নিয়োগে দুর্নীতির সঙ্গে মানিক ভট্টাচার্য যুক্ত রয়েছেন কি না !

আরও পড়ুন:খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির চাকরি কাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়

এর আগেও মানিক ভট্টাচার্যকে তাঁর বাড়িতে 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি ৷ সেই জিজ্ঞাসাবাদে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছিল ৷ সেই সকল তথ্য ও নথি যাচাই করার জন্যই মানিক ভট্টাচার্যকে আগামিকাল বেলা বারোটার নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্স ইডি দফতলে ডেকে পাঠিয়েছে ইডি ৷

Last Updated : Jul 26, 2022, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details