কলকাতা, 28 জুলাই: বুধবার প্রায় 14 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের মানিক ভট্টাচার্যকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED summons Manik Bhattacharya)। টেট দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ফের তলব করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা (TET Scam Case)। জানা গিয়েছে, শুক্রবার ফের তাঁকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজিরা দিতে বলা হয়েছে । তিনি তদন্তে সহযোগিতা করছেন বলে খবর ৷
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) আগের দিন জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পাওয়া গিয়েছে । কিন্তু সব প্রশ্নের উত্তর দেননি তিনি । এ ছাড়াও একাধিক নথিপত্র মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে বাজেয়াপ্ত করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । একবার মানিক ভট্টাচার্যকে ক্রস কোয়েশ্চেনিং করা হবে বলে জানা গিয়েছে ।