পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Coal Smuggling Case: কয়লা পাচারকাণ্ডে রাজ্যের আট আইপিএস'কে তলব ইডি'র - আট আইপিএসকে তলব ইডির

যে আইপিএস আধিকারককে ইডি তলব করেছে (ED summons eight IPS officers in coal smuggling case) তাঁদের মধ্যে রয়েছেন, রাজীব মিশ্র ,সুকেশ জৈন, জ্ঞানবন্ত সিং,শ্যাম সিং, কোটেশ্বর রাও ,এস সিলভা মুরগান, তথাগত বসু ৷

Coal Smuggling Case
কয়লা পাচারকাণ্ড

By

Published : Aug 11, 2022, 3:24 PM IST

Updated : Aug 11, 2022, 4:53 PM IST

কলকাতা, 11 অগস্ট: গরু পাচারকাণ্ডে বৃহস্পতিবারই সিবিআই গ্রেফতার করেছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ৷ এবার কয়লা পাচারকাণ্ডেও ফের তৎপরতা শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ জানা গিয়েছে, 15 অগস্টের পর রাজ্য পুলিশের 8 আইপিএস আধিকারিককে দিল্লিতে তলব করেছে ইডি ৷ সূত্রের খবর, এই 8 জন আইপিএস অধিকারিককে আলাদা আলাদা দিনে তলব করা হয়েছে (ED summons eight IPS officers in Coal Smuggling Case) ৷

এই তালিকায় রয়েছেন, রাজীব মিশ্র ,সুকেশ জৈন, জ্ঞানবন্ত সিং,শ্যাম সিং, কোটেশ্বর রাও ,এস সেলভামুরগান, তথাগত বসু-সহ মোট আটজন আইপিএস ৷ দিল্লির ইডি দফতরে তলব করা হয়েছে তাঁদের ৷ কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যেই আইপিএস জ্ঞানবন্ত সিংকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা ৷ দিল্লিতে দু'বার ও কলকাতায় একবার জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ৷ রকর্ড করা হয় তাঁর বয়ান ৷ এস সিলভা মুরগানকেও এর আগে একবার তলব করেছে ইডি ৷

ইডি সূত্রে খবর, জ্ঞানবন্ত সিংকে 22 অগস্ট, কোটেশ্বর রাওকে 23 অগস্ট, শ্যাম সিংকে 24 অগস্ট, রাজীব মিশ্রকে 26 অগস্ট, সুকেশ জৈনকে 29 অগস্ট, তথাগত বসুকে 30 অগস্ট, ভাস্কর মুখোপাধ্যায়কে 31 অগস্ট তলব করেছে ইডি ৷ ইডি'র দাবি কয়লা পাচারকাণ্ডে অন্যান্যদের জেরা করে এই 8 আইপিএস-এর নাম উঠে এসেছে ৷ এই 8 আইপিএস আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে ইডি'র গোয়েন্দারা জানতে চাইছেন, আসানসোল-রানিগঞ্জ, পুরুলিয়া, বাঁকুড়া-সহ একাধিক জায়গায় দায়িত্ব পালনের সময় এই পুলিশ আধিকারিকদের কাছে কয়লা পাচার সংক্রান্ত কোনও তথ্য ছিল কিনা? যদি জানা থাকে তাহলে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছিল ? কোনও প্রভাবশালীর নাম তাঁরা জানতেন কি না ৷

আরও পড়ুন:অনুব্রতকে গ্রেফতার করে দুর্গাপুর ক্যাম্প অফিসের পথে সিবিআই

তাঁদের কাছে আরও প্রশ্ন, প্রশাসনের দায়িত্ব পালন করার সময় কয়লা পাচারের কোনও তথ্য তাদের জানা ছিল কিনা? যদি তাদের জানা থাকে তাহলে তারা কয়লা পাচার কাণ্ডে কী কী আইনত ব্যবস্থা নিয়েছিলেন? তাছাড়া এখনও পর্যন্ত কয়লা কাণ্ডে রাজ্য পুলিশের তরফ থেকে কোন কোন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেটাও এই আটজন আইপিএস আধিকারিকের থেকে জানতে চায় ইডি ৷

Last Updated : Aug 11, 2022, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details