কলকাতা, 1 সেপ্টেম্বর: কয়লাপাচার কাণ্ডে শুক্রবার ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED summons Abhishek Banerjee in coal smuggling case) ৷ সূত্রের খবর, আগামিকাল নির্ধারিত সময়ের আগেই ইডি দফতরে হাজিরা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) ৷
বৃহস্পতিবার ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে দুর্গাপুজোর মিছিল হয় কলকাতায় ৷ সকলের নজর ছিল সেইদিকেই ৷ কিন্তু এই উদযাপন পর্ব মিটতেই আবার রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ইডি'র তদন্ত । শুক্রবার ইডি দফতরে অভিষেক হাজিরা দেন কি না, সেই বিষয় নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ৷ গত 30 অগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি নোটিশ দেওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে বিষয়টি নিয়ে ৷ বিষয়টিকে কেন্দ্রের প্রতিহিংসা বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব ৷ তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷