কলকাতা, 29 জুলাই: আর্থিক বেনিয়ম এবং টাকার লেনদেনের অভিযোগে এ বার পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে (PAC chairman Krishna Kalyani) নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Krishna Kalyani gets ED Notice)। জানা গিয়েছে, আর্থিক বেনিয়মের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে । প্রয়োজনে তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে ।
2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত সময়ে দুটি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে । সেই ঘটনার তদন্তে নেমে এ বার তাঁকে নোটিশ পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।
জানা গিয়েছে, দুটি টিভি চ্যানেলে বিজ্ঞাপন সংক্রান্ত আর্থিক লেনদেনের হিসেব চাওয়া হয়েছে ইডির তরফে । পাশাপাশি ওই চিঠিতে ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার এক আধিকারিক উল্লেখ করেছেন যে, 2002 সালে আর্থিক লেনদেন প্রতিরোধ আইনের 50 নম্বর ধারার ভিত্তিতে ওই নোটিশ পাঠানো হয়েছে ।