পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সারদা মামলায় এবার সুরজিৎ কর পুরকায়স্থকে তলব ইডি-র

মদন মিত্র, বিবেক গুপ্তর পর এ বার রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ নবান্নে গিয়ে নোটিশ দিয়ে আসা হয়েছে ৷

ED sends notice to surajit kar purakayasthha in saradha case
সারদা মামালায় এবার সুরজিত্ কর পুরকায়স্থকে তলব ইডি-র

By

Published : Mar 19, 2021, 2:38 PM IST

Updated : Mar 19, 2021, 5:58 PM IST

কলকাতা, 19 মার্চ: ভোটের মুখে আরও বাড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি-র তত্পরতা ৷ সারদা মামলায় এ বার রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে নোটিশ পাঠিয়েছে তারা ৷ নবান্নে গিয়ে সেই নোটিশ দিয়ে এসেছেন ইডি-র আধিকারিকরা ।

জানা গিয়েছে, আগামী 25 মার্চের মধ্যে তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে নোটিশে । যদিও এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি । সারদা মামলায় এর আগে সুদীপ্ত সেনের সঙ্গে একাধিক বৈঠকে ও একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে সুরজিৎ কর পুরকায়স্থকে । কীভাবে একজন সরকারি আধিকারিক হয়ে তিনি সারদার মতো একটি চিটফান্ডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখলেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে ।

আরও পড়ুন:সারদাকাণ্ডে এবার তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে সমন ইডি-র

ভোটের মুখে ফের সারদাকাণ্ডে নাড়াঘাঁটা শুরু করেছে ইডি ৷ এর আগে, মানস ভুইয়াঁ ও পার্থ চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছিল তারা ৷ জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে ও তৃণমূল প্রার্থী মদন মিত্রকেও নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ।

Last Updated : Mar 19, 2021, 5:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details