কলকাতা, 4 অক্টোবর: বেআইনি অনলাইন গেমের (Mobile Gaming App Fraud) তদন্তে নেমে ফের অভিযুক্ত ব্যবসায়ী আমির খানের 5 কোটি 59 লক্ষ টাকা বাজেয়াপ্ত করল (ED Seized 5 Crore 59 Lakhs Rupees) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ ধৃত আমির খান (Amir Khan) এবং তাঁর সহকারীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই টাকা উদ্ধার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ৷ বর্তমানে কলকাতা পুলিশের হেফাজতে রয়েছেন ধৃত ব্যবসায়ী আমির খান ৷ এই নিয়ে মোট 36 কোটি 96 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর ৷
এর আগে কলকাতার গার্ডেনরিচ এলাকায় আমির খানের বাড়িতে হানা দিয়ে খাটের নিচ থেকে 17.32 কোটি টাকা উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Garden Reach Fraud Case) ৷ কিন্তু, ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না প্রতারণায় অভিযুক্ত ব্যবসায়ী আমির খানের ৷ পরে তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গাজিয়াবাদ থেকে অভিযুক্ত আমির খানকে গ্রেফতার করে ৷