পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ED Raid in Kolkata: ব্যাংকিং ম্যানেজমেন্টের অফিসে ইডি হানা, উদ্ধার বিপুল টাকা - কলকাতায় ইডি হানা

ফের শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) এর হানা (ED Raid in Kolkata) । এবার ঘটনাস্থল এজেসি বোস রোডের একটি বেসরকারি সংস্থা ।

ED Raid
ETV Bharat

By

Published : Sep 26, 2022, 10:05 PM IST

Updated : Sep 26, 2022, 10:23 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: ফের শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) এর হানা (ED Raid in Kolkata) । এবার ঘটনাস্থল এজেসি বোস রোডের একটি বেসরকারি সংস্থা । জানা গিয়েছে, ইডি-র অভিযানে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা । এই বিপুল পরিমাণ টাকার সঠিক অঙ্ক এখনও জানা যায়নি ৷

সোমবার সন্ধ্যায় একটি ব্যাংকিং ম্যানেজমেন্টের অফিসে আচমকাই হাজির হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা । জানা গিয়েছে, এই সংস্থাটি মূলত ব্যাংকিং ম্যানেজমেন্ট এবং একাধিক শেয়ার কেনাবেচার কাজের সঙ্গে যুক্ত রয়েছে ৷ এদিন প্রথমে ইডি'র গোয়েন্দারা ওই অফিসে গিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলেন । পরে সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল টাকা ৷ অনুমান টাকার অঙ্ক কোটি ছুঁতে পারে ৷ টাকা গোনার জন্য মেশিন নিয়ে আসা হয়েছে (ED raid in Banking Management Office) ৷

আরও পড়ুন: পুজোর আগে শহরে সক্রিয় চিনা সাইবার দস্যুরা

কী কারণে এই বিপুল টাকা ওই অফিসে মজুত করে রাখা ছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি । ইডি (ED) গোয়েন্দাদের অনুমান একাধিক বেআইনি লেনদেনের সঙ্গে যুক্ত রয়েছে সংশ্লিষ্ট এই ব্যাংকিং সংস্থাটি । গোপন সূত্রে খবর পেয়েই এদিন এই অফিসে হানা দেওয়া হয় ৷

Last Updated : Sep 26, 2022, 10:23 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details