কলকাতা, 23 জুলাই: পার্থ চট্টোপাধ্যায়ের 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি ৷ তাঁর বাড়ি থেকে মিলল উচ্চশিক্ষা দফতরের নথি। পাশাপাশি এসএসসি-র একাধিক নথিপত্রও বাজেয়াপ্ত হয়েছে বলে খবর (ED Officers Recover SSC Documents in Arpita Mukherjee Haridevpur Flat) ৷ ইডি সূত্রে খবর, বিদেশি মুদ্রাও ছিল অভিনেত্রীর বাড়িতে ৷ প্রথম থেকেই তদন্তকারীরা সন্দেহ প্রকাশ করছিলেন যে, এসএসসি নিয়োগ দুর্নীতি-কাণ্ডের সঙ্গে উদ্ধার হওয়া 21 কোটি টাকার যোগ রয়েছে ৷ এবার তাঁদের সেই সন্দেহ আরও জোরালো হল ৷ ফলে এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত সঠিক পথেই যাচ্ছে বলে মনে করছেন ইডি’র আধিকারিকরা ৷
গতকাল সকাল থেকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছিল ইডি ৷ প্রায় 27 ঘণ্টা পর আজ সকাল দশটা নাগাদ নাকতলার বাড়ি থেকে রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রীকে গ্রেফতার করে ইডি ৷ পরে তাঁকে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় ৷ গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক নথিপত্র পেয়েছিলেন তদন্তকারীরা ৷ সেখান থেকেই খোঁজ মেলে অর্পিতা মুখোপাধ্যায় নামে এক অভিনেত্রীর ৷