কলকাতা, 27 জুলাই: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে থাকাকালীন দু'বেলা ভাত জুটছে না রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি ৷ তবে পার্থ চট্টোপাধ্যায় ভাত চেয়েও পাননি ঠিকই, তবে অর্পিতা মুখোপাধ্যায় কিন্তু তাঁর পছন্দের খাবারই পেয়েছেন ৷ রুটি-সবজি খেতে না চাওয়ায় তাঁর ইচ্ছেমতো তাঁকে খেতে দেওয়া হয়েছে কাজু, কিসমিস, পেস্তা, বাদাম ৷
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, হেফাজতে থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায় ইডি গোয়েন্দাদের কাছে একাধিকবার ভাত খেতে চেয়েছেন (ED not allowing Partha Chatterjee to eat rice)। কিন্তু তাঁর সেই আবেদন নস্যাৎ করে দিয়েছেন গোয়েন্দারা । দু'বেলা তাঁর কপালে জুটছে রুটি আর তরকারি, তাও আবার নিয়ম মেনে । কিন্তু কেন শিক্ষা দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee health) ভাত খাওয়া থেকে বঞ্চিত করছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ?
ভুবনেশ্বরের এইমস হাসপাতালের দেওয়া প্রেসক্রিপশনের ওষুধ দু'বেলা খাওয়ানো হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে । পাশাপাশি ওই প্রেসক্রিপশনে স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাই ডাইবিটিজ আছে । ফলে তাঁর জীবনশৈলীতে বেশকিছু পরিবর্তন আনতে বলা হয়েছে । যেমন ঠিকমতো ওষুধ খেতে হবে । পাশাপাশি মাটির নিচের জিনিস চলবে না পার্থ চট্টোপাধ্যায়ের । কিন্তু রুটির পরিবর্তে ভাত খেতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন পার্থ চট্টোপাধ্যায় ।