কলকাতা, 30 জুলাই: এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে নেমে এবার পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ যোগাড় করতে কোমর বাঁধছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর গোয়েন্দারা (ED investigation on Bengal SSC Recruitment Scam) । ইডি সূত্রের খবর, এবার অর্পিতা মুখোপাধ্যায়ের গাড়ির চালক প্রণব ভট্টাচার্যকে ডেকে কথা বলা হবে । ইডি'র তদন্তকারীদের অনুমান যেহেতু অর্পিতার গাড়ির চালক ছিলেন প্রণব, তাই তিনি একাধিক তথ্য দিয়ে তদন্তে সাহায্য করতে পারেন ৷
অর্পিতা মুখোপাধ্যায় কোথায় কোথায় যেতেন, কাদের সঙ্গে বৈঠক করতেন, সেই বৈঠকে কারা কারা উপস্থিত থাকতেন, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই বা তিনি কোথায় কোথায় যেতেন, এই সকল খুঁটিনাটি তথ্য প্রণব ভট্টাচার্যের থেকে জানতে চাইতে পারেন তদন্তকারীরা ৷ ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার আবাসন থেকে রহস্যজনকভাবে গায়েব হয়ে গিয়েছে চারটি বিলাসবহুল গাড়ি । সেই গাড়িগুলি আদতে কোথায় গেল এবং সেই গাড়িগুলি কোন কোন কাজে ব্যবহার করা হত, সবই জানতে চাইছেন ইডি'র আধিকারিকরা ৷