কলকাতা, 16 অগস্ট: কিছুদিন আগেই প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) জেরা করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । আর এ বার আলিপুর মহিলা সংশোধনাগারে (Alipore Women Correctional Home) গিয়ে টাকার উৎস সম্পর্কে অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) জেরা করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা ।
বেলঘরিয়ার আবাসন থেকে উদ্ধার হয়েছিল নগদ কোটি কোটি টাকা এবং সোনার গয়না । এই সংক্রান্ত তথ্য জানতেই মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সংশোধনাগারে গিয়ে কথা বলেন । জানা গিয়েছে, জেরায় সে ভাবে মুখ খুলতে চাননি অর্পিতা । তিনি ইডির গোয়েন্দাদের জানিয়েছেন, সেই টাকা সম্পর্কে তাঁর কাছে কোনওরকমের তথ্য নেই ।
সম্প্রতি আদালতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) গোয়েন্দারা প্রয়োজন পড়লে সংশোধনাগারে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করতে পারেন । তার জন্য আলিপুর মহিলা সংশোধনাগার এবং প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারদের সহযোগিতা করতে হবে ।