পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SSC Recruitment Scam Probe: এসএসসি দুর্নীতির টাকা তৃণমূল ছাত্রনেতাদের পকেটেও ? খতিয়ে দেখছে ইডি - TMCP Leaders

ইডি'র গোয়েন্দারা অনুমান করছেন, এসএসসি নিয়োগ দুর্নীতিতে লাভবান হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদ নেতারা ৷ তাই এই দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ একাধিক ছাত্রনেতা ও নেত্রীদের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন (ED Probe in SSC Scam) ।

TMCP Leaders under ed scanner
এসএসসি নিয়োগ দুর্নীতি

By

Published : Jul 30, 2022, 6:41 PM IST

কলকাতা, 30 জুলাই: রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)'র গোয়েন্দাদের আতস কাঁচের তলায়, রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠনের একাধিক নেতা-নেত্রী ৷ রয়েছেন দক্ষিণ কলকাতার 2 প্রভাবশালী ছাত্রনেতাও ৷ অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের এই নেতা-নেত্রীদের সম্পত্তি গত কয়েক বছরে বিপুল বৃদ্ধি পেয়েছে ৷ কীভাবে তাঁদের সম্পত্তির এই উত্থান, সেটাই জানতে চান ইডি'র তদন্তকারীরা (ED investigation on Bengal SSC Recruitment Scam) ৷

কিন্তু কারা এই ছাত্র সংগঠনের নেতা-নেত্রী (TMCP Leaders) ? তদন্তের স্বার্থে সেই সকল টিএমসিপি নেতা-নেত্রীদের নাম এই মুহূর্তে প্রকাশ করতে চাইছেন না ইডি আধিকারিকরা । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, এই ছাত্রনেতা-নেত্রীরা পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে অনায়াসে যাতায়াত করার ছাড়পত্র পেয়েছিলেন । প্রয়োজনীয়তা ছাড়াও ব্যক্তিগত স্তরেও এই সম্পর্ক ভালো ছিল ৷ কীভাবে এই ঘনিষ্ঠতা বাড়ল এবং পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঠিক কী কী বিষয় নিয়ে তাঁদের কথাবার্তা হতো, তা জানতে চাইছেন তদন্তকারীরা?

আরও পড়ুন: এবার ইডি'র নজরে অর্পিতার গাড়ির চালক, জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

ইডি'র গোয়েন্দারা অনুমান করছেন, স্কুল নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ একাধিক ছাত্রনেতা ও নেত্রীদের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন । সিজিও কমপ্লেক্স সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে একাধিক টিএমসিপি নেতা-নেত্রী রয়েছে যাঁরা একাধিক সময়ে বিভিন্নভাবে স্কুল শিক্ষা দূর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন ৷ অভিযোগ পার্থ চট্টোপাধ্যায় যখন রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন সেই সময় এই নেতা-নেত্রীরা অনেক চাকরিপ্রার্থীকে তাঁর দরবারে পৌঁছে দেওয়ার কাজ করতেন ৷ অভিযোগ, সেখানে বসেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হত, কারা চাকরি পাবেন এবং কারা চাকরি পাবেন না সেই বিষয়ে । আর এই ডিল চূড়ান্ত হওয়ার পরে, টাকা লেনদেন সংক্রান্ত বিষয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন তৃণমূল ছাত্র পরিষদের নেতা-নেত্রীরা । এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা মূলত জানতে চাইছেন, অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে এই সব ডিল করিয়ে দেওয়ার নেপথ্যে এই ছাত্র নেতারা কীভাবে লাভবান হয়েছেন ৷ ইডির তদন্তকারীদের ধারণা এসএসসি দুর্নীতির টাকা এই নেতা-নেত্রীদের অ্যাকাউন্টেও ঢুকেছে ৷

ABOUT THE AUTHOR

...view details