কলকাতা, 13 জুলাই: মেহুল চোক্সি, নীরব মোদি, বিজয় মালিয়ার পর এ বার কয়লা পাচার কাণ্ডে ফেরার অভিযুক্ত বিনয় মিশ্রকে (Binoy Mishra) অর্থনৈতিক অপরাধী বলে ঘোষণা করার জন্য একাধিক পদ্ধতি অবলম্বন করছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের গোয়েন্দারা (ED)। বিশেষ সূত্রে খবর, যদি বিনয় মিশ্রকে অর্থনৈতিক অপরাধী বলে ঘোষণা করা হয়, তাহলে বাংলা থেকে এই প্রথম কোনও ব্যক্তিকে অর্থনৈতিক অপরাধী (First Economic Criminal from Bengal) বলে ঘোষণা করা হবে । আর সেই ব্যক্তি হলেন কয়লা পাচার কাণ্ডে বর্তমানে অভিযুক্ত ফেরার বিনয় মিশ্র ।
ইতিমধ্যেই বিনয় মিশ্রকে অর্থনৈতিক অপরাধী হিসেবে ঘোষণা করার জন্য দিল্লির পাতিয়ালা আদালতে বিশেষ অনুমতি চেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের গোয়েন্দারা । 2018 সালে বিজেপি সরকার আইন প্রণয়ন করে । এই আইনে কাউকে অর্থনৈতিক অপরাধী হিসেবে ঘোষণা করা হলে, সংশ্লিষ্ট দেশে সেই ব্যক্তির নামে-বেনামে সমস্ত সম্পত্তি তদন্তকারী সংস্থা বাজেয়াপ্ত করতে পারে । এছাড়াও বিদেশে যদি কোনও সম্পত্তি থাকে, সেই সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারবে তদন্তকারী সংস্থা ।
এর আগে পশ্চিমবঙ্গে কোনও ব্যক্তিকে অর্থনৈতিক অপরাধী হিসেবে ঘোষণা করা হয়নি । এই প্রথম কয়লা পাচার কাণ্ডে ফেরার অভিযুক্ত বিনয় মিশ্রকে অর্থনৈতিক অপরাধী ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের গোয়েন্দারা । এই নিরাপত্তা সংস্থা সূত্রের খবর, 100 কোটি টাকার বেশি আর্থিক তছরুপ বা প্রতারণা করে যারা ফেরার হয়েছেন, তাঁদের বিরুদ্ধেই এই আইন বলবৎ করা যায় ।
আরও পড়ুন:বিনয় মিশ্রের আবেদন খারিজ হাইকোর্টের, জারি থাকবে সিবিআই তদন্ত
বিনয় মিশ্রের খোঁজে এর আগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের গোয়েন্দারা । কিন্তু বিনয় মিশ্রের খোঁজ তাঁরা পাননি । অবশেষে জানা যায়, বিনয় মিশ্র বর্তমানে ভানুয়াতুর দ্বীপপুঞ্জের নাগরিকত্ব লাভ করেছেন । তাঁর বিরুদ্ধে লোকাল নোটিশ জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু তাতেও কোনও সমাধান হয়নি । এরপর এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের গোয়েন্দারা এই প্রথম পশ্চিমবঙ্গ থেকে বিনয় মিশ্রের বিরুদ্ধে অর্থনৈতিক অপরাধী আইন বলবৎ করার সিদ্ধান্ত নিচ্ছেন বলে সূত্রের তরফে খবর মিলেছে ৷