কলকাতা, 3 সেপ্টেম্বর: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) বাবা ও মায়ের নামে তিনটি নতুন সংস্থার (Three New Companies) হদিশ পেল এনফোর্টমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED) ৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, এই সংস্থাগুলি আদতে ভুয়ো ! কালো টাকা সাদা করতেই নাকি এই সংস্থাগুলি ব্যবহার করা হয়েছে ৷ এবার এই তিনটি সংস্থা সম্পর্কে যাবতীয় তথ্য হাতে পেতে চায় ইডি ৷ সেই লক্ষ্যপূরণেই চলছে তদন্ত ৷
ইডি সূত্রে জানা গিয়েছে, কয়লাপাচার কাণ্ডের (West Bengal Coal Smuggling Scam) তদন্তে নেমে সংশ্লিষ্ট তিনটি সংস্থার হদিশ পেয়েছেন গোয়েন্দারা ৷ এই সংস্থাগুলি অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্য়ায় এবং বাবা অমিত বন্দ্যোপাধ্য়ায়ের নামে রয়েছে ৷ সিজিও কমপ্লেক্স সূত্রে খবর, এই তিনটি সংস্থাই দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকায় অবস্থিত ৷ তিনটি সংস্থাই রয়েছে একই ঠিকানায় ৷ সেটি হল, পি-733, ব্লক-পি, নিউ আলিপুর, কলকাতা- 700053 ৷
তিনটি নতুন সংস্থার হদিশ ! আরও পড়ুন:ভারতের সবচেয়ে বড় পাপ্পু ! অমিত শাহকে আক্রমণে টি-শার্ট আনছে তৃণমূল
প্রসঙ্গত, ইতিমধ্য়েই কয়লাপাচার কাণ্ডে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ৷ এই ঘটনার তিনবার তাঁকে জিজ্ঞাসাবাদও করেছে ইডি ৷ এর মধ্যে দু'বার দিল্লিতে এবং একবার কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে ৷ কয়লাপাচারে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি (Anup Majhi) ওরফে লালারও (Lala) বয়ান রেকর্ড করা হয়েছে ৷ গোয়েন্দারা জানতে পেরেছেন, লালার সংস্থার ব্য়াংক অ্য়াকাউন্ট থেকে প্রায় 4 কোটি 37 লক্ষ টাকা অভিষেকের পরিবারের সদস্যদের নামে থাকা তিনটি সংস্থার মধ্য়ে কোনও একটির ব্য়াংক অ্য়াকাউন্টে 'ট্রান্সফার' করা হয়েছে ৷ তবে, সেটি আদতে তিনটির মধ্যে কোন সংস্থাটি, সেই বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি ৷ এই বিষয়ে তাই আরও তথ্য জোগাড় করার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা ৷
উল্লেখ্য, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা প্রায় 6 ঘণ্টা ধরে কলকাতার সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তাঁর সঙ্গে কথা বলতে দিল্লিতে ইডি-র তরফে বিশেষ প্রতিনিধিদল পাঠানো হয় ৷ সূত্রের খবর, অনুপ মাঝির বয়ানের সঙ্গে নাকি অভিষেকের বয়ান মিলছে না ৷ ওয়াকিবহাল মহল বলছে, এতে পরিস্থিতি আরও জটিল হতে পারে ৷