কলকাতা, 1 সেপ্টেম্বর : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার কলকাতার 10টি জায়গায় তল্লাশি অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্তে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ প্রসঙ্গত, গত জুন মাসে কসবা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয় ৷ সেই অভিযোগের ভিত্তিতে ভুয়ো আইএএস আধিকারিক দেবাঞ্জন দেবকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷
আজ সেই মামলার তদন্তের জন্য কলকাতার দশটি জায়গায় তল্লাশি চালালো ইডি ৷ গত 3 জুলাই দেবাঞ্জন দেবের কসবার অফিসে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বিশেষ তদন্তকারী দল তল্লাশি চালায় ৷ কলকাতা পুলিশ সূত্রে খবর, তার অফিস থেকে বহু নথি উদ্ধার হয়েছে ৷ যার মধ্যে ছিল অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রার, ভিজিটর স্লিপ, চাকরির আবেদনপত্র, ভুয়ো টেন্ডারের নথি সহ আরও অনেক ভুয়ো নথি সেখান থেকে বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷