কলকাতা, 1 সেপ্টেম্বর: এতদিন ছিল মৌখিক অভিযোগ । সেটাই এবার আদালতে একেবারে লিখিত আকারে জমা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা । কিন্তু কী এই অভিযোগ ?
অভিযোগপত্রে ইডির তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে স্পষ্টভাবে জানানো হয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বেলঘরিয়ার আবাসন থেকে যে 27 কোটি টাকা নগদ উদ্ধার হয়েছিল । সেইগুলি নিয়োগ দুর্নীতির লভ্যাংশের টাকা অর্থাৎ ঘুষের টাকা । এই বিষয়ে প্রমাণস্বরূপ একাধিক নথিপত্র ইতিমধ্যেই আদালতে পেশ করেছেন তদন্তকারী আধিকারিকরা । পাশাপাশি ইডির দাবি, শুধু পার্থ চট্টোপাধ্যায়ই নন, বরং তৃণমূলের একাধিক নেতা-নেত্রী রয়েছেন যাঁরা রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রীকে সুপারিশ পত্র পাঠিয়ে 'অযোগ্য' ব্যক্তিদের চাকরি পাইয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন ।