কলকাতা, 30 এপ্রিল :আগামী রবিবার পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ফল ঘোষণা । তার ঠিক 48 ঘণ্টা আগে চিটফান্ড সংস্থা রোজভ্যালির বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি । স্থাবর এবং অস্থাবর সম্পত্তি মিলিয়ে প্রায় 304 কোটি টাকার রোজভ্যালি গ্রুপের সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় সংস্থাটি । নাম প্রকাশে অনিচ্ছুক ইডির একজন অধিকারিক জানাচ্ছেন যে এই পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট-এর বিভিন্ন ধারা প্রয়োগ করে ।
এখনও পর্যন্ত যতগুলি চিটফান্ড সংস্থার বিরুদ্ধে তদন্ত করছে ইডি বা সিবিআই, তাদের মধ্যে টাকা তছরুপের পরিমাণ রোজভ্যালির ক্ষেত্রে সব থেকে বেশি । ইডি বা সিবিআইয়ের অনুমান অনুযায়ী, রোজভ্যালির টাকা তছরুপের পরিমাণ প্রায় 17 হাজার কোটি টাকা । ইডির সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত রোজভ্যালির মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ হল প্রায় দেড় হাজার কোটি টাকার মতো । জানা যাচ্ছে যে এই বাজেয়াপ্ত সম্পত্তিকে নিলাম করে সেই টাকা ফেরত দেওয়া হবে আমানতকারীদের ।