পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফোনে ই-এপিক কার্ড দেখিয়ে দেওয়া যাবে ভোট, কাল ভোটার্স ডে-তে উদ্বোধন - ই-এপিক কার্ড

আগামীকাল জাতীয় ভোটদাতা দিবসে ই-এপিক কার্ডের উদ্বোধন করবে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে এই পরিষেবা চালু হবে। খুব সহজ পদ্ধতিতেই ই-এপিক কার্ড পেতে পারেন ভোটাররা। ভোট দেওয়ার জন্য ডাইনলোড করা কার্ডের কিউআর কোড স্ক্যান করেই ভোট দেওয়া যাবে।

ec to inaugurate e epic card on national voters day
ফোনে ই-এপিক কার্ড দেখিয়ে দেওয়া যাবে ভোট, কাল ভোটার্স ডে-তে উদ্বোধন

By

Published : Jan 24, 2021, 7:05 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: এ বার ডিজিটাল হতে চলেছে ভোটার আইডি কার্ড। আগামিকাল 25 জানুয়ারি জাতীয় ভোটদাতা দিবস (National Voters Day)-তে ই-এপিক কার্ডের উদ্বোধন করতে চলেছে নির্বাচন কমিশন।

আসন্ন পশ্চিমবঙ্গ, কেরালা, অসম ও তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিজিটাল কার্ডের পরিষেবা চালু করা হবে। দুটি ধাপে দেওয়া হবে নতুন ই-এপিক কার্ড। প্রথম ধাপটি চলবে 25 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত। যাঁরা প্রথমবার ভোট দিচ্ছেন তাঁরা একটি নতুন মোবাইল নম্বর দিয়ে ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এই ক্ষেত্রে নতুন মোবাইল নম্বরটি যাচাই করে তবেই কার্ড ডাউনলোড করা যাবে।

দ্বিতীয় ধাপটি শুরু হবে 1 ফেব্রুয়ারি থেকে। যাঁদের ই-এপিক কার্ড নেই, তাঁরা আবেদন করতে পারবেন। যাঁরা মোবাইল নম্বর দিয়ে ইতিমধ্যে ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন তাঁরা পেয়ে যাবেন এই ডিজিটাল কার্ড। এতে দেওয়া থাকবে দুটি আলাদা QR কোড, ভোটারের ছবি, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর ও অন্যান্য তথ্য। এটি PDF ফরম্যাট থাকবে বলে সহজেই স্মার্ট ফোনে সেভ করা যাবে বা ডাউনলোড করা যাবে। তবে এই মোবাইল নম্বরটি রেজিস্টার্ড হতে হবে।

আরও পড়ুন: "দশ বছর খেয়ে মধু, মীরজ়াফর এখন সাজছে সাধু"

ভোট দেওয়ার সময় ডাউনলোড করা কার্ডটি দেখিয়ে সেটির QR code স্ক্যান করে ভোট দান করা যাবে।

ABOUT THE AUTHOR

...view details