পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বহিরাগতদের দাপাদাপি রুখতে হোটেল, গেস্ট হাউজ়ে নজর কমিশনের; নির্দেশ পুলিশকে

মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের নির্দেশে কলকাতাসহ রাজ্যের অন্যান্য জায়গার হোটেলগুলিতে জারি হল নির্দেশিকা।

মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর

By

Published : Mar 30, 2019, 12:55 PM IST

কলকাতা, 30 মার্চ : নজর রাখতে হবে কলকাতাসহ রাজ্যের সবকটি হোটেলে। নজরদারি চালাতে হবে গেস্ট হাউজ়গুলিতেও। এবার রাজ্য এবং কলকাতা পুলিশকে এই নির্দেশ দিল মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। নির্দেশ পাওয়ার পরেই পুলিশ শুরু করে দিয়েছে কাজ। পুলিশের পক্ষ থেকে হোটেলগুলিতে পৌঁছে গেছে নির্দেশিকা। যেখানে হোটেল কর্তৃপক্ষকে বেশ কিছু পদক্ষেপ নিতে বলা হয়েছে।

কী সেই পদক্ষেপ?

পুলিশের পক্ষ থেকে হোটেল এবং গেস্ট হাউজ়গুলির কর্তৃপক্ষকে বলা হয়েছে, অতিথি আসার ২৪ ঘণ্টার মধ্যে তথ্য জানাতে হবে। সাধারণভাবে মাসে একবার থানায় রেজিস্ট্রার পাঠায় হোটেলগুলি। এখন সেটি প্রতিদিন করতে হবে। রুম বুক করার সময় সচিত্র পরিচয়পত্রের বিষয়টিতে আরও কড়া হতে হবে। নির্দেশ না মানলে হোটেলগুলির বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ। হোটেলের CCTV ফুটেজ় অবশ্যই সংরক্ষণ করতে হবে। অতিথিদের গতিবিধি সন্দেহজনক হলে সেই খবর সঙ্গে সঙ্গে জানাতে হবে স্থানীয় থানায়।

পঞ্চায়েত, বিধানসভা কিংবা লোকসভা নির্বাচন। নিয়ম করে অভিযোগ ওঠে বহিরাগতদের দাপাদাপির। অতীতের রাজনৈতিক দলগুলি অভিযোগ তুলেছে, অশান্তি পাকানোর জন্য বহিরাগতদের ভাড়া করে আনা হয়। তাদের হোটেল, গেস্ট হাউজ়ে রাখা হয়। সেই সূত্রেই এবার আগেভাগেই সতর্ক নির্বাচন কমিশন। সূত্রের খবর, এবার কোনও রাজনৈতিক দল যাতে আর বহিরাগত তত্ত্ব খাড়া করতে না পারে তাই আগে থেকেই নেওয়া হল সতর্কতামূলক ব্যবস্থা।

ABOUT THE AUTHOR

...view details