কলকাতা, 29 এপ্রিল : চতুর্থ দফা ভোট শেষে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল BJP । রাজ্য BJP-র পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার আজ এই অভিযোগ জানান । নির্বাচন কমিশনের দপ্তর থেকে বেরিয়ে তিনি বলেন, "এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সাফল্য পায়নি । সেইজন্য আমরা বলছি আরও প্রচেষ্টা নিন । ভাবুন কীভাবে এগুলো আটকানো যায় ।"
পশ্চিমবঙ্গে এখনও সাফল্য পায়নি নির্বাচন কমিশন : জয়প্রকাশ
"সাধারণ মানুষের ভোটকে অবাধ ও স্বাধীন করানো নির্বাচন কমিশনের দায়িত্ব । তাদের ম্যানুয়াল আছে । তাঁরা অন্য অন্য রাজ্যে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছে ।" জয়প্রকাশ মজুমদার
সকাল থেকেই বীরভূমসহ বহরমপুরের একাধিক এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ ওঠে । এবিষয়ে জয়প্রকাশ বলেন, "সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা নির্বাচন কমিশনের দায়িত্ব । তারা অন্য রাজ্যে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছে । কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সাফল্য পায়নি । সেইজন্য আমরা বলছি আরও প্রচেষ্টা নিন । ভাবুন কীভাবে এগুলো আটকানো যায় ।"
তিনি আরও বলেন, "আমাদের কথা হচ্ছে, সব জায়গায় চেষ্টা করেছে কেন্দ্রীয় বাহিনী । তারওমধ্যে যেগুলো বিশেষ জায়গা, যে জায়গাগুলো বিশেষভাবে আক্রান্ত সেগুলোর কথা আমরা এখন বলেছি । কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে রিপোর্ট আসবে । নির্বাচন কমিশনের শীর্ষকর্তাদের সাথে আমরা একটা রিভিউ মিটিঙের আবেদন করেছি এখানে ।"