কলকাতা, 17 মার্চ : হোলি উপলক্ষ্যে বিশেষ ভ্রমণ প্যাকেজ চালু করল পূর্ব রেল ৷ আগামী 12 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে ৷ ভ্রমণপিপাসু যাত্রীদের কথা মাথায় রেখেই এই ভ্রমণ প্যাকেজ চালু করল ভারতীয় রেল ৷
রেল সূত্রে খবর, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি-র তরফে কাশ্মীর, হিমাচলপ্রদেশ ও উত্তর-পূর্ব ভারতের বিশেষ কয়েকটি স্থানকে চিহ্নিত করে সেই জায়গাগুলোতে বিশেষ ট্যুর প্যাকেজ ঘোষণা করা হয়েছে (Eastern Railways will Start Special Holi tour package)। পূর্ব রেলের হোলি স্পেশাল ট্যুর প্যাকেজের ঘোষণায় ভ্রমণপিপাসুদের মুখে চওড়া হাসি ৷
ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে, আর্থ নামের ট্যুর প্যাকেজে 6 রাত্রি ও 7 দিন ধার্য করা হয়েছে । এই কয়েকদিনে শ্রীনগর-গুলমার্গ-সোনমার্গ- পেহেলগাঁও ঘুরতে পারবেন ভ্রমণকারীরা । কাশ্মীর ঘোরার যাত্রা শুরু হবে 18 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত । এতে যাত্রীদের জনপ্রতি 35,440 টাকা থেকে 35,770 টাকা খরচ হবে । এছাড়াও 12 এপ্রিল হিমাচল ডিলাইটস যাত্রাতে জনপ্রতি 31,785/- খরচ হবে যাত্রীদের ।
আরও পড়ুন :Vistadome : 22 নভেম্বর থেকে সপ্তাহে সাতদিনই চলবে ভিস্তাডোম, আপাতত বন্ধ টয়ট্রেন
7 দিন 6 রাত্রির ট্যুরে হিমাচলপ্রদেশের সিমলা-মানালি -চণ্ডীগড় ঘুরতে পারবেন যাত্রীরা । 12 এপ্রিল ম্যাজেস্টিক নর্থ ইস্ট ডিলাইটস যাত্রাতে জনপ্রতি 26,950/- খরচ হবে যাত্রীদের । 5 রাত্রি ও 6 দিনের এই ভ্রমণে উত্তর-পূর্ব ভারতের শিলং-চেরাপুঞ্জি -কাজিরাঙা-গুয়াহাটি ঘুরতে পারবেন যাত্রীরা । এক্সওটিক নর্থ ইস্ট যাত্রাতে জনপ্রতি 32,100/- খরচ হবে যাত্রীদের । 5 রাত্রি ও 6 দিনের এই ভ্রমণে সিকিমের গ্যাংটক, লাচুং, ইয়ামথ্যাং, তসমগ লেক, নামচি ঘুরতে পারবেন যাত্রীরা । রেলের এই যাবতীয় ট্যুর সংক্রান্ত বিস্তারিত বিবরণ জানতে রেলের বিশেষ নম্বর 9002040020/9002040126 নম্বরে ফোন করে বুকিং সম্পর্কিত বিস্তারিত জানা যাবে ৷