কলকাতা, 23 নভেম্বর : এখনই বন্ধ হচ্ছে না স্পেশাল ট্রেন ৷ আরও বেশ কয়েকদিন চালু থাকবে স্পেশাল ট্রেনের পরিষেবা (Special Train Service) । এমনটাই জানানো হয়েছে পূর্ব রেল (Eastern Railway)-এর পক্ষ থেকে ।
ইতিমধ্যেই রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা (Local Train Service) ৷ চলছে দূরপাল্লার ট্রেনও ৷ মনে করা হচ্ছিল এই কারণে বন্ধ হয়ে যেতে পারে স্পেশাল ট্রেন পরিষেবা ৷ কারণ, করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে যখন লোকাল ও দূরপাল্লার ট্রেন বন্ধ ছিল তখন জরুরি প্রয়োজনে যাত্রী সুবিধার্থে বিভিন্ন রুটে চলছিল স্পেশাল ট্রেন। তবে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে আরও কিছুদিন বেশ কয়েকটি রুটে চলবে স্পেশাল ট্রেন।
আরও পড়ুন : Radhikapur Train Service : শুরু হয়নি রাধিকাপুর থেকে ট্রেন পরিষেবা, সমস্যায় এলাকাবাসী
যাত্রীরদের কথা মাথায় রেখেই একই সময়সূচি মেনে, সমস্ত স্টপেজ দিয়ে যে যে দিনে স্পেশাল ট্রেন এতদিন চলছিল আপাতত তেমনই চলবে বলে জানিয়েছে পূর্ব রেল ৷ এই স্পেশাল ট্রেনগুলির মধ্যে রয়েছে, 02307 হাওড়া নিউ জলপাইগুড়ি-হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল। ট্রেনটি প্রতি বুধবার রওনা হয় নিউ জলপাইগুড়ি থেকে। এই ট্রেনটি আগামী 29 ডিসেম্বর পর্যন্ত চলবে। 02308 নিউ জলপাইগুড়ি হাওড়া স্পেশাল ট্রেনটি আগামী মাসের 30 তারিখ পর্যন্ত চলবে। 03751 শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি ট্রেনটি চলবে আগামী মাসের 30 তারিখ পর্যন্ত ৷ প্রতি বৃহস্পতিবার শিয়ালদহ থেকে ছাড়বে এই ট্রেন। 03752 নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ স্পেশাল ট্রেনটি আগামী মাসের 31 তারিখ পর্যন্ত চলবে ৷