কলকাতা, 15 মার্চ : মেট্রোর পর দোলযাত্রায় কোপ পড়ল লোকাল ট্রেনের সংখ্য়াতেও ৷ মঙ্গলবার পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হল, দোলযাত্রার দিন শিয়ালদহ ডিভিশনে কমছে লোকাল ট্রেনের সংখ্যাও (Eastern Railway reduces the number of local trains on Dol Jatra)। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেন বাতিল করারও সিদ্ধান্ত নিয়েছে তারা ।
ER Circulation on Dol Jatra : দোলে কমছে লোকাল ট্রেনের সংখ্যাও - Eastern Railway reduces the number of local trains on Dol Jatra
মঙ্গলবার পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হল, দোলযাত্রার দিন শিয়ালদহ ডিভিশনে কমছে লোকাল ট্রেনের সংখ্যা (Eastern Railway reduces the number of local trains on Dol Jatra)।
মেট্রোর পাশাপাশি দোলে কমছে লোকাল ট্রেনের সংখ্যা
পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, "যাত্রী সুরক্ষার কারণে এবং রেল সম্পত্তি সুরক্ষিত রাখতে ওইদিন বিকেল চারটে পর্যন্ত লোকাল ট্রেনের সংখ্যা কম থাকবে । বিকেল চারটের পর পুনরায় স্বাভাবিক হবে রেল পরিষেবা।" তবে বাতিলের আওতায় রাখা ট্রেনগুলিকে গোটা দিনের জন্যই বাতিল করা হয়েছে ৷
বাতিল ট্রেনগুলির তালিকা এক নজরে:
- শিয়ালদা-রানাঘাট এবং শিয়ালদা-গেদে সেকশন মিলিয়ে মোট আটটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ।
- বাতিল হয়েছে শিয়ালদা-বনগাঁ সেকশনেরও বেশ কিছু লোকাল ।
- শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-শান্তিপুর, শিয়ালদা-কৃষ্ণনগর সেকশন মিলিয়ে 31টি লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল।
- শিয়ালদা থেকে মাঝেরহাট-ব্যারাকপুর-নৈহাটি-কল্যাণী সীমান্ত সেকশন মিলিয়ে 44টি লোকাল ট্রেন বাতিল হয়েছে।
- দোলযাত্রা উপলক্ষ্যে শিয়ালদা-বর্ধমান সেকশনের দু'টি লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল।
- বাতিল হয়েছে শিয়ালদা-ডানকুনি সেকশনের 12টি লোকাল ।
- শিয়ালদা থেকে মাঝেরহাট-বারাসাত-বনগাঁ-হাসনাবাদ সেকশন মিলিয়ে বাতিল হয়েছে 44টি লোকাল ।
- শিয়ালদা থেকে মাঝেরহাট-সোনারপুর এবং ক্যানিং সেকশনের 14টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
- সোনারপুর-বারুইপুর-লক্ষীকান্তপুর-নামখানা সেকশনে বাতিল হয়েছে 31টি লোকাল ট্রেন।
- দোলযাত্রায় বাতিল শিয়ালদা-ডায়মন্ডহারবার সেকশনের 6টি লোকাল ট্রেন ।
- বাতিল হয়েছে শিয়ালদা-বজবজ সেকশনের 4টি লোকাল ট্রেন ।
- শিয়ালদা-বিবাদীবাগ চক্ররেল সেকশনের দু‘টি লোকাল ট্রেন বাতিল হয়েছে।
TAGGED:
ER Circulation on Dol Jatra