পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জুলাইয়ে বসবে পূর্ব রেলের পেনশন আদালত - জুলাইয়ে বসবে পূর্ব রেলের পেনশন আদালত

চলতি বছরে পূর্ব রেলের পেনশন আদালত বসবে জুলাই মাসে। নির্দিষ্ট দিনে পূর্ব রেলের 4টি ডিভিশন- হাওড়া, শিয়ালদা, আসানসোল ও মালদায় বসবে আদালত । আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন 31 মে।

Eastern Railway Pension Court will be in July
কলকাতা

By

Published : May 22, 2020, 9:17 PM IST

কলকাতা, 22 মে: জুলাইয়ে বসবে পূর্ব রেলের পেনশন আদালত । জীবনের একটা দীর্ঘ সময় যাঁরা পূর্ব রেলের সেবায় যুক্ত ছিলেন তাঁদের পেনশন সংক্রান্ত অভাব, অভিযোগগুলিকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দ্রুত নিষ্পত্তি করা হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ।

15 জুলাই পূর্ব রেলের চারটি ডিভিশন- হাওড়া, শিয়ালদা, আসানসোল ও মালদায় বসবে পেনশন আদালত । হাওড়ার ক্ষেত্রে হাওড়া DRM অফিসে বসবে আদালত। শিয়ালদায় ডাঃ BC রায় অডিটোরিয়ামে আদালতের কাজ অনুষ্ঠিত হবে । আসানসোলেও DRM অফিসে বসবে আদালত । মালদার রেলওয়ে ইনস্টিটিউটে পেনশন আদালত বসবে। নির্দিষ্ট দিনে আদালত শুরু হবে সকাল 11টা থেকে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রেলের অবসরপ্রাপ্ত কর্মচারী বা তাঁদের পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে হবে। আগেই জমা দিতে হবে আবেদনপত্র। আবেদনপত্রে কর্মীর নাম, পদ, শেষ কোন পদ থেকে অবসর গ্রহণ করেছেন তা লিখতে হবে। কারও যদি PPO নম্বর থাকে তবে সেটিও দিতে হবে । এক্ষেত্রে PPO নম্বরের সঙ্গে বর্তমান ঠিকানা ও ফোন নম্বর দিতে হবে। আবেদনকারী কবে অবসর গ্রহণ করেছেন তাও জানাতে হবে। পেনশান আদালত-এ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31 মে।

এদিকে, এই আদালতে যে বিষয়গুলির শুনানি হবে না তাও জানিয়ে দিয়েছে পূর্ব রেল।

ABOUT THE AUTHOR

...view details