কলকাতা, 27 নভেম্বর : মাঝেরহাট ওভারব্রিজ (ROB) পুনরায় চালু করার আগে সমস্ত কোডাল নিয়মাবলী সম্পন্ন হয়েছে । আশা করা হচ্ছে, পূর্ত দপ্তরের বাধ্যতামূলক সুরক্ষা শংসাপত্রটি রেলওয়ের ছাড়পত্র দেওয়ার জন্য শীঘ্রই গৃহীত হবে । রেলওয়ের তরফে অন্য কোনও ইশু বাকি নেই । জানিয়ে দিল পূর্ব রেল ।
সমস্ত কোডাল নিয়মাবলী সম্পন্ন : অসহযোগিতার অভিযোগ ওড়াল রেল - তৃণমূল
সমস্ত কোডাল নিয়মাবলী সম্পন্ন । পূর্ত দপ্তরের বাধ্যতামূলক সুরক্ষা শংসাপত্রে অনুমোদন বাকি । মাঝেরহাট ব্রিজ নিয়ে এমনটাই জানাল পূর্ব রেল ।
গতকালই তারাতলায় BJP কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি । মাঝেরহাট ব্রিজ চালুর দাবিতে আজ কৈলাস বিজয়বর্গীর নেতৃত্বে মিছিল করে তারা । কিন্তু BJP কর্মীরা জমায়েত করতেই পুলিশ বাধা দেয় । প্রায় 200 -র বেশি BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ।
পুলিশের মারে একজন BJP কর্মীর মাথা ফেটে যায় বলে BJP সূত্রে খবর । যদিও মাঝেরহাট ব্রিজ-কাজের গতি নিয়ে রেলের 'অসহযোগিতা'র দিকে আঙুল তোলে তৃণমূল । প্রথমে অরূপ বিশ্বাস এবং পরে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন রেলের অসহযোগিতার জন্যই কাজ শেষ করতে এত সময় লাগছে । মমতা তথা রাজ্য সরকারের সেই অভিযোগ আজ পুরোপুরি উড়িয়ে দিল রেল ।