কলকাতা, 15 অক্টোবর: রেলের লাইনের রক্ষণাবেক্ষণের জন্য শনি ও রবিবার নৈহাটি-হালিশহরের মধ্যে বেশ কিছু লোকাল ট্রেন বন্ধ থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল ৷ রেলের পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাত 10টা থেকে রবিবার বেলা 10টা পর্যন্ত বন্ধ রাখা হবে বেশ কিছু লোকাল ট্রেন (Eastern Railway Cancelled Several Local Train Due to Work)।
পূর্ব রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার শিয়ালদা-কৃষ্ণনগর শাখায় শিয়ালদা-শান্তিপুর লোকাল (31539, 31540 নম্বর) ট্রেনটি বাতিল করা হয়েছে ৷ শিয়ালদা-রানাঘাট লোকাল (31629, 31631, 31634, 31636) বাতিল হয়েছে ৷ কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল (31192) বাতিল করা হয়েছে ৷ এই সমস্ত ট্রেন শনিবার রাত 10টার পর থেকে চলবে না ৷
রবিবার বাতিল হওয়া ট্রেনগুলি হল, শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল (31811, 31815, 31817, 3182, 31816, 3818 ) ৷ এছাড়াও শিয়ালদা-গেদে লোকাল (31913, 31914), শিয়ালদা-শান্তিপুর লোকাল (3511, 31515, 31512, 31518), শিয়ালদা-রানাঘাট লোকাল (31611, 31615, 31617, 31614, 31616, 31622), রানাঘাট-নৈহাটি লোকাল (31711,31712), শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল (31311, 31313, 31315, 31314,31316,31318, 31320), নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল (31191) এবং শিয়ালদা-নৈহাটি লোকাল (31471, 31418) ৷ এছড়াও বেশ কয়েকটি লোকাল ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করা হয়েছে ৷
আরও পড়ুন: বেশ কয়েকটি লোকাল বাতিল, অতিরিক্ত স্টেশনে ট্রেন থামাবার ঘোষণা পূর্ব রেলের
ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে ৷ 31341 নং শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল শনিবার নৈহাটি পর্যন্ত যাবে ৷ 3132 নং কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনটি রবিবার কল্যাণী সীমান্ত স্টেশনের পরিবর্তে নৈহাটি থেকে ছাড়বে ৷ 31317 নং শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল রবিবার নৈহাটি থেকে ছাড়বে । 30128 কল্যাণী সীমান্ত–মাঝেরহাট লোকাল রবিবার নৈহাটি থেকে ছাড়বে ।