পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Special Rath Yatra Local Train: রথযাত্রা উপলক্ষে স্পেশাল লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল, জানুন সময়

রথযাত্রা উপলক্ষে স্পেশাল লোকাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেল (Special Rath Yatra Local Train)। 1 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেন (Eastern railway)৷

Eastern railway announces Special Rath Yatra local train
রথযাত্রা উপলক্ষে স্পেশাল লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল, জানুন সময়

By

Published : Jun 28, 2022, 5:10 PM IST

হাওড়া, 28 জুন:রথযাত্রা উপলক্ষে কয়েকটি বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Special Rath Yatra Local Train)। 1 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত এই ট্রেন চলবে বলে জানানো হয়েছে ৷

এই বিশেষ লোকাল ট্রেনগুলো নির্ধারিত সময়ে তাদের গন্তব্যে যাত্রা করবে । এর মধ্যে উল্লেখযোগ্য হাওড়া-নবদ্বীপধাম বিশেষ লোকাল ট্রেন ৷ হাওড়া থেকে সকাল 7:10 মিনিটে ও 8:55 মিনিটে যাত্রা করে যথাক্রমে সকাল 8:55 মিনিটে ও 11:15 মিনিটে নবদ্বীপ ধাম পৌঁছবে ।

ওই দিনই নবদ্বীপ ধাম থেকে নবদ্বীপ ধাম-হাওড়া বিশেষ লোকাল ট্রেন দুপুর 2 টো ও 7টা নাগাদ রওনা দিয়ে যথাক্রমে বিকেল 4:30 মিনিটে ও রাত্রি 11:30 মিনিটে হাওড়া পৌঁছবে ।

আরও পড়ুন:Rathyatra Special Train : রথযাত্রা উপলক্ষ্য়ে দিঘা-পুরীর বিশেষ ট্রেন চালু করল রেল

শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি শিয়ালদহ থেকে সকাল 8:20 মিনিট ও 9:50 মিনিটে যাত্রা করে যথাক্রমে সকাল 10:35 মিনিটে ও 12:05 মিনিটে কৃষ্ণনগর পৌঁছবে । পাশাপাশি কৃষ্ণনগর সিটি-শিয়ালদহ স্পেশাল লোকাল বিকেল 4:50 মিনিটে ও রাত্রি 9:15 মিনিটে রওনা দিয়ে যথাক্রমে সন্ধ্যা 7:15 মিনিটে ও রাত্রি 11:35 মিনিটে শিয়ালদহ স্টেশনে পৌঁছবে । এই লোকাল ট্রেনগুলো যাত্রাপথে সবকটি স্টেশনে থামবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে (Eastern railway announces Special Rath Yatra local train)।

ABOUT THE AUTHOR

...view details