কলকাতা, 10 এপ্রিল: কোরোনা মোকাবেলায় দেশজুড়ে চলছে লকডাউন। সামাজিক দূরত্ব বজায় রাখতে বন্ধ গণপরিবহন। ফলে ট্রেন পরিষেবাও বন্ধ। তবে জরুরি পণ্য পরিবহনের জন্য চলছে মালগাড়ি। বর্তমান পরিস্থিতিতে যাতে দেশের বিভিন্ন প্রান্তে অত্যাবশ্যকীয় সামগ্রী সরবরাহে সমস্যা না হয়, তাই রেল বোর্ড সময় মেনে চালাচ্ছে একাধিক পার্সেল এক্সপ্রেস বা মালবাহী ট্রেন। শাকসবজি, প্রাণদায়ী ওষুধ, চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন সরঞ্জামের মতো সামগ্রী পৌঁছে দিচ্ছে এই ট্রেনগুলি। এছাড়াও রাসায়নিক সার, কয়লা ইত্যাদি দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেল বেশ কয়েকটি রুটে চালাচ্ছে পার্সেল স্পেশাল ট্রেন।
আজ পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী বলেন, "নিয়মিত পার্সেল স্পেশাল ট্রেন চলছে। তবে এবারে একসঙ্গে 7 টি রুটে চালানো হচ্ছে পার্সেল ট্রেন।"
পূর্ব রেলের সেই পার্সেল স্পেশাল ট্রেনগুলি হল---
হাওড়া-নিউ দিল্লি, নিউ দিল্লি-হাওড়া
শিয়ালদা-নিউ দিল্লি, নিউ দিল্লি-শিয়ালদা
শিয়ালদা-গুয়াহাটি, গুয়াহাটি-শিয়ালদা
হাওড়া-গুয়াহাটি, গুয়াহাটি-হাওড়া
হাওড়া-জামালপুর, জামালপুর-হাওড়া
শিয়ালদা-মালদা টাউন, মালদা টাউন-শিয়ালদা
হাওড়া-ছত্রপতি শিবাজি টার্মিনাস, ছত্রপতি শিবাজি টার্মিনাস-হাওড়া