কলকাতা, 14 ফেব্রুয়ারি: ভালোবাসার দিনে শুরু হল নতুন পথ চলা ৷ তবে এটা কোনও প্রেমের গল্পের পথ চলা নয়, আজ থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের প্রথম পর্যায়ের পরিষেবা চালু হল ৷
লাল গোলাপে স্বাগত ইস্ট-ওয়েস্ট মেট্রো যাত্রীদের - লিফট
কাল আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার পর আজ যাত্রীদের জন্য পরিষেবা চালু হল ইস্ট ওয়েস্ট মেট্রোর ৷
কাল আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার পর আজ যাত্রীদের জন্য পরিষেবা চালু হল ৷ চলবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত । 6টি স্টেশন অতিক্রম করতে লাগবে মোট 12 মিনিট ৷ এই নতুন পথের সময়সূচিও নির্ধারণ করে দেওয়া হয়েছে ৷ সল্টলেক সেক্টর ফাইভ ও সল্টলেক স্টেডিয়াম থেকে দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল 8টার সময় । আবার দিনের শেষ ট্রেনটিও ছাড়বে রাত 8টার সময় ৷ চলবে 20 মিনিট অন্তর ৷
ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের প্রথম যাত্রা শুরু হল ভ্যালেন্টাইন্স ডে-তে, তাই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে মেট্রো নিয়েছে অভিনব এক উদ্যোগ ৷ সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত প্রতিটি স্টেশনেই প্রথম 50 জন যাত্রীকে গোলাপ দিয়ে স্বাগত জানানো হয় ৷ নতুন পথে যাত্রীদের ভালোবাসার বন্ধনে বাঁধতেই মেট্রোর এমন উদ্যোগ ৷