পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Firhad Hakim on Metro service: মার্চেই মেট্রো ছুটবে শিয়ালদা পর্যন্ত, ফের আশ্বাস ফিরহাদের

মার্চেই ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত ছুটবে মেট্রো (Phool Bagan to Sealdah metro) ৷ ফের এই আশ্বাস দিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim on Metro service) ৷

east-west-metro-to-run-till-sealdah-by-next-month-says-firhad-hakim
মার্চেই মেট্রো ছুটবে শিয়ালদা পর্যন্ত, ফের আশ্বাস ফিরহাদের

By

Published : Feb 10, 2022, 12:52 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি: সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই চালু হতে পারে ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত (Phool Bagan to Sealdah metro) মেট্রো পরিষেবা । শহরের মেট্রো সম্প্রসারণের প্রকল্পগুলি নিয়ে বৈঠকে আজ একথা জানান পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim on Metro service)। পাশাপাশি দুই ও চার চাকা গাড়ির ক্ষেত্রে সার্টিফিকেট অফ ফিটনেসের মেয়াদ বাড়ানো হচ্ছে ।

শহরের যে মেট্রো (East West metro) প্রকল্পগুলির কাজ চলছে তার অগ্রগতি, সমস্যা-সহ আরও বেশকিছু বিষয় নিয়ে আজ কসবা পরিবহণ ভবনে বৈঠকে বসেন পরিবহণমন্ত্রী । বৈঠক শেষে তিনি বলেন, "শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা আগামী মার্চ মাসের মধ্যেই চালু হয়ে যাবে । এদিকে জোকার থেকে তারাতলা পর্যন্ত ওই কাজটি যখন হয়ে গিয়েছে, তখন সেটিও চালু করে দেওয়ার জন্য আমরা বলেছিলাম । তবে রেল বোর্ড থেকে জানানো হয়েছে, এটি মাঝেরহাট পর্যন্ত না হওয়ার কারণে এখনই চালানো যাবে না । মাঝেরহাট পর্যন্ত কাজ শেষ হতে এখনও দুই-তিন মাস লাগবে । তারপর এই ধাপটিও চালু হয়ে যাবে ।"

ফিরহাদ হাকিম জানিয়েছেন, এখনই চালু হচ্ছে না জোকা-বিবাদী বাগ মেট্রো । জোকা থেকে তারাতলা পর্যন্ত কাজ শেষের পথে ৷ তবে জোকা ডিপোর কাজ এখনও বাকি অনেকটাই । ট্র্যাক ও স্টেশনের কাজ শেষের মুখে । কাজ সম্পূর্ণ হলে তবেই মেট্রোর ওই অংশটি চালু হবে বলে জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন:Joka-BBD bag metro : জোকা-বিবাদী বাগ মেট্রো রেলে সবুজ সঙ্কেত সেনার, শীঘ্রই শুরু হবে কাজ

অন্যদিকে জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজের ক্ষেত্রে খিদিরপুর অংশেও রয়েছে বেশ কিছু জটিলতা । মন্ত্রী জানান যে, নিকাশির সমস্যা রয়েছে খিদিরপুরের বেশ কিছু এলাকায় । সম্প্রসারণের কাজের জন্য নিকাশি ব্যবস্থাকে অন্যত্র সরাবার ভাবনা চিন্তা করা হচ্ছে । এই সমস্ত বিষয়গুলি নিয়ে আবারও আগামী 16 ফেব্রুয়ারি কলকাতা মেট্রো রেলের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন পরিবহণমন্ত্রী ৷

অন্যদিকে, দু‘চাকা ও চার চাকা গাড়ির ক্ষেত্রে বাড়তে চলেছে সার্টিফিকেট অফ ফিটনেসের মেয়াদ । মেয়াদ বাড়িয়ে করা হচ্ছে তিন মাস । তবে এই তিন মাসের মেয়াদ পূর্ণ হলে আবারও জরিমানা দিয়ে সার্টিফিকেট অফ ফিটনেস করাতে হবে ।

আরও পড়ুন:Crack in Metro Line : ফের মেট্রো বিভ্রাট, লাইনে ফাটল ধরা পড়ায় আংশিক পরিষেবা বন্ধ

অন্যদিকে, বেশ কিছু যাত্রী প্রতীক্ষালয়ে গজিয়ে উঠছে ছোট ছোট দোকান ও ভাতের হোটেল । বিষয়টি নজর এড়ায়নি পরিবহণমন্ত্রীরও । এই বিষয়ে তিনি বলেন, "আমিও দেখেছি, কসবায় সে রকম একটি যাত্রী প্রতীক্ষালয় আমারও চোখে পড়েছে । থানার সঙ্গে যোগাযোগ করে অফিসার ইন চার্জকে সত্বর এই বিষয়টি দেখতে বলেছি । যাতে দ্রুত জায়গাটা পরিষ্কার করে পুনরায় যাত্রী প্রতীক্ষালয় চালু করা যায় সেই নির্দেশ দেওয়া হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details