কলকাতা, 10 ফেব্রুয়ারি: সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই চালু হতে পারে ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত (Phool Bagan to Sealdah metro) মেট্রো পরিষেবা । শহরের মেট্রো সম্প্রসারণের প্রকল্পগুলি নিয়ে বৈঠকে আজ একথা জানান পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim on Metro service)। পাশাপাশি দুই ও চার চাকা গাড়ির ক্ষেত্রে সার্টিফিকেট অফ ফিটনেসের মেয়াদ বাড়ানো হচ্ছে ।
শহরের যে মেট্রো (East West metro) প্রকল্পগুলির কাজ চলছে তার অগ্রগতি, সমস্যা-সহ আরও বেশকিছু বিষয় নিয়ে আজ কসবা পরিবহণ ভবনে বৈঠকে বসেন পরিবহণমন্ত্রী । বৈঠক শেষে তিনি বলেন, "শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা আগামী মার্চ মাসের মধ্যেই চালু হয়ে যাবে । এদিকে জোকার থেকে তারাতলা পর্যন্ত ওই কাজটি যখন হয়ে গিয়েছে, তখন সেটিও চালু করে দেওয়ার জন্য আমরা বলেছিলাম । তবে রেল বোর্ড থেকে জানানো হয়েছে, এটি মাঝেরহাট পর্যন্ত না হওয়ার কারণে এখনই চালানো যাবে না । মাঝেরহাট পর্যন্ত কাজ শেষ হতে এখনও দুই-তিন মাস লাগবে । তারপর এই ধাপটিও চালু হয়ে যাবে ।"
ফিরহাদ হাকিম জানিয়েছেন, এখনই চালু হচ্ছে না জোকা-বিবাদী বাগ মেট্রো । জোকা থেকে তারাতলা পর্যন্ত কাজ শেষের পথে ৷ তবে জোকা ডিপোর কাজ এখনও বাকি অনেকটাই । ট্র্যাক ও স্টেশনের কাজ শেষের মুখে । কাজ সম্পূর্ণ হলে তবেই মেট্রোর ওই অংশটি চালু হবে বলে জানিয়েছেন তিনি ।
আরও পড়ুন:Joka-BBD bag metro : জোকা-বিবাদী বাগ মেট্রো রেলে সবুজ সঙ্কেত সেনার, শীঘ্রই শুরু হবে কাজ