পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লাল হলুদ ঐতিহ্য মেনে নতুন জার্সিতে ইস্টবেঙ্গল - হোম,অ্যাওয়ে এবং থার্ড কিট

27 নভেম্বর ATK-মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি দিয়ে ISL অভিযান শুরু করবে FC ইস্টবেঙ্গল । তার আগে নতুন জার্সিতে ইস্টবেঙ্গল । চিরাচরিত লাল হলুদ নয়, বরং তা আরও ভিন্নভাবে উপস্থিত নতুন ডিজ়াইনের জার্সিতে । আজ তিন ধরনের জার্সির উদ্বোধন হল ।

east bengal in new jersey
নতুন জার্সিতে ইস্টবেঙ্গল

By

Published : Nov 2, 2020, 10:14 PM IST

কলকাতা ,2 নভেম্বর: চিরাচরিত লাল হলুদের সহবস্থান নয়। বরং লাল হলুদ ভিন্নভাবে আরও উজ্বল ভাবে উপস্থিত। নতুন জার্সিতে ইস্টবেঙ্গল। সোমবার FC ইস্টবেঙ্গল তাদের নতুন ডিজ়াইনের জার্সি সামনে নিয়ে আসল। হোম,অ্যাওয়ে এবং থার্ড কিট এই তিন ধরনের জার্সি প্রকাশ করা হয়েছে।

হোম জার্সিতে চিরাচরিত লাল হলুদ রংকে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি ইস্টবেঙ্গলের প্রতীক মশালের আগুনের শিখার উপস্থিতি বিশেষ নকশার মাধ্যমে তুলে ধরা হয়েছে। কোচ রবি ফাওলার জার্সি উন্মোচন করে বলেছেন, ক্লাবের ঐতিহ্য এই জার্সির নকশায় প্রকাশ পেয়েছে।যা দেখে তিনি এবং তার দলের প্রতিটি সদস্য খুশি। হোম জার্সিতে মশালের উপস্থিতি যেমন রয়েছে তেমন অ্যাওয়ে জার্সিতে ইস্টবেঙ্গলের অন্যতম প্রতীক ইলিশ মাছের থিম রাখা হয়েছে। অ্যাওয়ে জার্সির রংয়ে সাদা এবং গাঢ় নীলের সহবস্থান। যা সমুদ্রের অতল গভীরতার প্রতীক। তৃতীয় কিটের রং সম্পূর্ণ ভিন্ন। সেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের ডোরাকাটা দাগ শোভা পাচ্ছে । যার মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে ক্লাবের অকুতোভয় মানসিকতার।

ISL-এর মঞ্চে ক্লাবের ঐতিহ্য তুলে ধরার চেষ্টায় বিনিয়োগ সংস্থা কার্পণ্য করেনি দেখে সমর্থকরা খুশি। তাঁরা নতুন জার্সিকে স্বাগত জানিয়েছেন। 27 নভেম্বর ISL-এ প্রথম খেলবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ATK-মোহনবাগান। তার আগে দল নিয়ে কঠোর অনুশীলনে মগ্ন কোচ রবি ফাওলার এবং তার ছেলেরা। পরিকাঠামোগত কোনও ত্রুটি রাখতে নারাজ। তাই ম্যানেজমেন্টকে বিশেষ নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ভারতীয় ফুটবলারদের ছন্দে ফেরাতে বিশেষ নজর ফাওলার এবং তাঁর কোচিং ব্রিগেডের।

ABOUT THE AUTHOR

...view details