কলকাতা, 16 সেপ্টেম্বর: রাজ্যের শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও আনিশ খানের হত্যাকারীদের শাস্তির দাবিতে ‘ইনসাফ সভা’র (Insaaf Rally) ডাক দিয়েছে সিপিআইএমের ছাত্র ও যুব সংগঠন ডিওয়াইএফআই ও এসএফআই (DYFI SFI Rally) ৷ 20 সেপ্টেম্বর এই সভা ডেকেছে সিপিআইএমের ছাত্র ও যুব সংগঠন ৷ তবে, সমস্যা দেখা দিয়েছে সভাস্থলকে ঘিরে ৷ কারণ এই সভা করার জন্য ধর্মতলার ভিক্টোরিয়া হাউজ অর্থাৎ, তৃণমূলের 21 জুলাইয়ের সভাস্থলকে বেছেছে ডিওয়াইএফআই ও এসএফআই (DYFI SFI Rally will Happen in Esplanade) ৷ তবে, কলকাতা পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি বলেই অভিযোগ করেছে ডিওয়াইএফআই ও এসএফআই খবর সিপিএম সূত্রে।
তবে, অনুমতির পরোয়া করছে না বামেরা ৷ শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee) জানিয়েছেন, ধর্মতলার ওয়াই চ্যানেলেই তাদের ‘ইনসাফ সভা’ হবে ৷ এই সাংবাদিক বৈঠকে মীনাক্ষী ছাড়াও ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা এবং এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য-সহ অন্যান্যরা ৷
ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামেই হবে বামেদের সভা; হুঁশিয়ারি মীনাক্ষীর এ দিন মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘‘কাজের দাবি নিয়ে চাকরি প্রার্থীদের অপমান করেছেন মুখ্যমন্ত্রী ৷ ভুয়ো নিয়োগপত্র দিয়েছেন ৷ ইনসাফ চাইব না ? প্রতিটা মানুষের বেঁচে থাকার জন্য অনুমতি চাই, না খোলা আকাশ চাই ৷ খাটব বলে চাকরি চাই ৷ রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ চাই ৷ যাঁদের দেওয়ার কথা ছিল, তাঁরা দিতে পারেননি ৷ গোটা সমাজকে অন্ধকার গলিতে ঢুকিয়ে দিয়েছে ৷ অন্ধকার থেকে মুক্তি চাই ৷’’
আরও পড়ুন:বাংলা ভাগের চক্রান্তে তৃণমূলের সঙ্গে সামিল বিজেপিও, বললেন মীনাক্ষী
তবে, সভা করার জন্য পুলিশের অনুমতি তো প্রয়োজন ৷ আর না পেলে ? মীনাক্ষী বলেন, ‘‘সভা হবে ৷ প্রশাসন জবাব দেবে, কেন তারা অনুমতি দেবে না ওই স্থানে ? আমরা দায়িত্ব নিয়ে কাজ করব ৷ পুলিশ প্রশাসন যদি জুলুমবাজি করে, দাদাগিরি করে, তাহলে মানুষই বুঝে নেবে তারা কোন রাস্তায় হাঁটবে ৷ আমরা চিঠি দিয়ে জানিয়েছি, সভা হবে ৷ সভা আটকাবে কেন ? কার নির্দেশে আটকাবে ? পুলিশ সার্ভিস রুলে যদি আটকানো না যায়, তাহলে আইনের বাইরে গিয়ে যেন তারা কাজ না করে ৷’’