কলকাতা : ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরাপাড়া লেনে ভেঙে পড়ে একের পর এক বাড়ি ৷ ফাটল ধরেছে অনেক বাড়িতে ৷ ঘরছাড়া প্রায় 350টি পরিবার ৷ এই পরিস্থিতিতেও পুজো বন্ধ হবে না সিদ্ধান্ত স্যাঁকরা পাড়ার বাসিন্দাদের ৷ পুজোর জন্য অনুমতি পেতে বিভিন্ন দপ্তরে আবেদনপত্র জমা দেন তারা ৷ অবশেষে অনুমতিও পান ৷ অন্য বছরের মতো হয়তো এবার সেই জাঁকজমক নেই ৷ তবে সাদামাটা ভাবেই মাতৃবন্দনায় মেতেছেন এলাকাবাসী ৷
নেই থিম ৷ নেই মণ্ডপসজ্জার চমক৷ তবে ধ্বংসস্তূপের মধ্যে তৈরি এই মণ্ডপে আন্তরিকতার অভাব নেই ৷ এলাকাবাসীদের একটাই প্রার্থনা ফিরে আসুক শান্তি । বন্ধ হোক ধ্বংসলীলা । সমস্ত অশুভ শক্তিকে হারিয়ে প্রতিষ্ঠিত হোক শুভ শক্তির জয় ।