পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বউবাজারের ধ্বংসস্তূপে মা এলেন শান্তি রূপে - durgapuja at boubazar

নেই থিম ৷ নেই মণ্ডপসজ্জার চমক৷ তবে ধ্বংসস্তূপের মধ্যে তৈরি এই মণ্ডপে আন্তরিকতার অভাব নেই ৷ এলাকাবাসীদের একটাই প্রার্থনা ফিরে আসুক শান্তি । বন্ধ হোক ধ্বংসলীলা । সমস্ত অশুভ শক্তিকে হারিয়ে প্রতিষ্ঠিত হোক শুভ শক্তির জয় ।

প্রতিমা

By

Published : Oct 4, 2019, 11:34 PM IST

কলকাতা : ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরাপাড়া লেনে ভেঙে পড়ে একের পর এক বাড়ি ৷ ফাটল ধরেছে অনেক বাড়িতে ৷ ঘরছাড়া প্রায় 350টি পরিবার ৷ এই পরিস্থিতিতেও পুজো বন্ধ হবে না সিদ্ধান্ত স্যাঁকরা পাড়ার বাসিন্দাদের ৷ পুজোর জন্য অনুমতি পেতে বিভিন্ন দপ্তরে আবেদনপত্র জমা দেন তারা ৷ অবশেষে অনুমতিও পান ৷ অন্য বছরের মতো হয়তো এবার সেই জাঁকজমক নেই ৷ তবে সাদামাটা ভাবেই মাতৃবন্দনায় মেতেছেন এলাকাবাসী ৷

নেই থিম ৷ নেই মণ্ডপসজ্জার চমক৷ তবে ধ্বংসস্তূপের মধ্যে তৈরি এই মণ্ডপে আন্তরিকতার অভাব নেই ৷ এলাকাবাসীদের একটাই প্রার্থনা ফিরে আসুক শান্তি । বন্ধ হোক ধ্বংসলীলা । সমস্ত অশুভ শক্তিকে হারিয়ে প্রতিষ্ঠিত হোক শুভ শক্তির জয় ।

প্রতি বছর 12 ফুটের প্রতিমা আসে । সেখানে এ বছর প্রতিমার উচ্চতা 5 ফুট । মণ্ডপের উচ্চতাও কমে হয়েছে 8 ফুট । সেইসঙ্গে রয়েছে হাজারটা বিধিনিষেধ । মণ্ডপের সামনে সাধারণ দর্শকের যাবার অনুমতি নেই । যাওয়ার অনুমতি শুধু মিলেছে পুজো উদ্যোক্তাদের ও এই পাড়ার বাসিন্দাদের । এ বছর 58তম বর্ষে পা দিল স্যাঁকরা পাড়া দুর্গাপুজো । যতই নিয়মের নিষেধ থাকুক, যতই অবসাদ থাকুক, উমা আসার আনন্দ সব দুঃখ-অবসাদকে ছাপিয়ে গেছে আজ, বলছেন স্থানীয় বাসিন্দারা ।

স্থানীয় বাসিন্দা মৌমিতা ঘোষ বলেন, "আমার বাড়িতে ফাটল ধরেছে ৷ এখন আমি হোটেলে রয়েছি ৷ পুজো হবে না শুনে প্রথমে খুব কষ্ট হয়েছিল ৷ তারপর পুজো হবে জেনে খুব ভালো লাগল ৷"

ABOUT THE AUTHOR

...view details