কলকাতা, 6 অক্টোবর: মহাষ্টমীর সন্ধ্যা ৷ প্রাইম টাইম৷ গোটা বাংলাজুড়ে মণ্ডপে মণ্ডপে জনপ্লাবন ৷ পুজোর আনন্দ একেবারে তুঙ্গে ৷ সেরা পোশাকটাও পরতে হবে আজই ৷ কলকাতা থেকে শহরতলি, গলি থেকে রাজপথে বাংলার প্রতিটি মণ্ডপে অষ্টমীর রাতে দর্শনার্থীর ঢল ৷ পাটভাঙা শাড়ির সঙ্গে আনকোরা ধুতির আড্ডা জমানোর দিনটাও বোধ হয় আজই৷ রাত যত বাড়ছে, ভিড় তত বাড়ছে ৷ আর মাত্র একটা রাত পরই মা চলে যাবেন কৈলাসে ৷ তাই মহাষ্টমীর রাতে ঠাকুর দেখায় কোনও খামতি রাখা যাবে না৷
পুজোর শুরুটা হয়েছিল অষ্টমীর সকালে পুষ্পাঞ্জলির মাধ্যমেই ৷ অঞ্জলি না দিলে আর মহাষ্টমীর মাহাত্ম্য কোথায়? পুরাণ বলছে, অকল্যাণের প্রতীক মহিষাসুর বধের চূড়ান্ত পর্যায় শুরু ৷ মহাষ্টমীই শারদীয় দুর্গাপূজার সবচেয়ে আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ দিন । তাই ঢাকের বোল, মন্ত্র, চণ্ডীপাঠ, কাঁসর ঘণ্টা, শঙ্খধ্বনি, উলুধ্বনিতে মেতেছে বাংলা ৷ এছাড়াও রয়েছে সন্ধিপুজো, আরতি ৷ সব কিছু সেরেই বৃষ্টির ভ্রূকুটি উপেক্ষা করেই সকাল থেকেই টালা থেকে একডালিয়া, বড়িশা থেকে দমদম পার্ক ভারত চক্রে প্রতিমা দর্শন করে চলেছে শহরবাসী৷ ভিড় বেড়েছে বেলুড়ে কুমারীপুজোর অনুষ্ঠানেও৷ নেমেছে সন্ধ্যা ৷